শুক্রবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৮, ০১:১৪:০৫

জবাব

জবাব

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এই রায়ের মধ্য দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং আইনের ঊর্ধ্বে যে কেউ নয়, তা প্রমাণ হলো। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় রায় ঘোষণার পর বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান আইনমন্ত্রী।

তিনি বলেন, ‘আমি নিশ্চয় বলতে পারি একজন সাবেক প্রধানমন্ত্রী দুর্নীতি করার পর সাজাপ্রাপ্ত হয়েছেন, এটা আমাদের ভাবমূর্তি খুব একটা উজ্জ্বল করে না। তবে আমরা পৃথিবীর কাছে বলতে পারব, যারা দুর্নীতি করেন তাদের এই দেশে বিচার হয়। যারা যুদ্ধাপরাধী ছিলেন তাদের বিচার হয়েছে, বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে, এই বিচার প্রক্রিয়াটাই আমাদের সাফল্য।’  

তিনি বলেন, ‘খালেদা জিয়া দোষী প্রমাণিত হওয়ায় বিচারক তাকে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন। আমি শুধু বলতে পারি, এই রায়ে প্রমাণিত হল যে, বাংলাদেশে বিএনপি আমলে অপরাধীদের যে স্বর্গ ছিল তার অবসান হয়েছে। এখন এটাই প্রতিষ্ঠিত হয়েছে যে, অপরাধ করলে তার বিচার হয় এবং সুষ্ঠু বিচার হওয়ার পর তার শাস্তি হয়। আমি যদ্দুর জানি, দুদক কাগজপত্রে প্রমাণ করেছে এবং সেজন্য আজকে এই সাজা।’

আইনমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশে যে দুর্নীতির আখড়া ছিল সেখান থেকে আমরা পরিত্রাণ পাওয়ার প্রচেষ্টায় যে ছিলাম তার সাফল্য এটি। আইনে খালেদা জিয়া যা যা বেনিফিট পাওয়ার কথা, উনাকে তার সব দেওয়ার পরে এই মামলা শেষ হয়েছে। আমার মনে হয় না এটা খুব তাড়াতাড়ি শেষ হয়েছে। ২০০৮ সালের জুলাই মাসের মামলা এটি।’

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে