রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮, ১০:০১:৪২

জবাব

জবাব

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাদ দিয়েও বিএনপি নির্বাচনে যেতে পারে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খালেদা জিয়াকে কারাগারে নেয়ায় বিএনপি ঐক্যবদ্ধ বলে দলের নেতারা যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে তিনি বলেন, ‘এই ঐক্যবদ্ধ বিএনপিকেই আমরা নির্বাচনে চাই।’

৭ মার্চ ঢাকায় আওয়ামী লীগের সমাবেশকে সামনে রেখে রবিবার রাজধানীতে দলের ঢাকা মহানগর, জেলা, পাশ্ববর্তী জেলা, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা এবং সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন কাদের।

গত ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়। বিএনপি এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ করে বলছে, খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে সরাতেই এই রায় দেয়া হয়েছে। খালেদা জিয়াকে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না বলেও জানাচ্ছেন কোনো কোনো নেতা।

বিএনপি নেতাদের বক্তব্যকে কটাক্ষ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নিজেরাই বলছে, খালেদা জিয়া জেলে যাওয়াতে তাদের দল আগের চেয়েও শক্তিশালী। তাঁর অনুপস্থিতিতে যে দল এত ঐক্যবদ্ধ, শক্তিশালী সেই দলের নির্বাচনে যেতে অসুবিধা কি? এই ঐক্যবদ্ধ ও শক্তিশালী বিএনপিকে নিয়েই আমরা সবার অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাই। তবে বেগম জিয়াকে বাদ দিয়েও তারা নির্বাচনে যেতে পারেন, তা তারা বলে দিয়েছেন।’

বিএনপিতে এখন খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দুটি ধারা চলছে দাবি করে কাদের বলেন, ‘ফখরুল ইসলাম কখন আবার কান্নাকাটি শুরু করেন! তারা তো দুই জনে (মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভী) দুই ধরনের প্রেস ব্রিফিং করেন। তারা নিজেরাই নিজেদের উস্কানি দেন। একজন বেগম জিয়ার পক্ষে আমরা শুনি। আরেকজন লন্ডনের আদেশে চলে। এখন কে যে কী বলে!’

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে