বুধবার, ২৪ আগস্ট, ২০১৬, ১১:৪১:৩৭

বিসিএল খেলতে ইসলামী ব্যাংকের সাথে চুক্তি হয়েছে বলে আশরাফুলকে নিয়ে গুঞ্জন

বিসিএল খেলতে ইসলামী ব্যাংকের সাথে চুক্তি হয়েছে বলে আশরাফুলকে নিয়ে গুঞ্জন

স্পোর্টস ডেস্ক :  আসছে বিসিএলের মাস। আগামী ২০ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এর চতুর্থ আসরের পর্দা উঠবে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্র্রথম শ্রেণির ক্রিকেটের এ আসরে চারটি দল অংশগ্রহণ করে।

 প্রতিযোগিতাকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করছে বিসিবি। মঙ্গলবার অংশগ্রহণারী চারটি দল তাদের ২০ জনের স্কোয়াড বিসিবিকে জমা দিয়েছেন। ১৫ জনের স্কোয়াডের সঙ্গে প্রতিটি দল ৫ জন রিজার্ভ খেলোয়াড় রেখেছে।

বিসিবির টুর্নামেন্ট কমিটি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে। এবারের বিপিএল হবে ডাবল লিগ পদ্ধতিতে। এবারের লিগের প্রথম রাউন্ডে জাতীয় দলের খেলোয়াড়রা অংশগ্রহণ করবে।  
 
জানা গেছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন ওয়ালটন সেন্ট্রাল জোন তাসকিন আহমেদকে, ইসলামী ব্যাংক মাশরাফি বিন মর্তুজাকে এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব রুবেল হোসেনকে দলে রেখেছে। জাতীয় দলে সাদা জার্সি না পড়া হলেও জাতীয় লিগে ফিরছেন তারা।
 
এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, মোহাম্মদ আশরাফুল ইসলামী ব্যাংক ইষ্ট জোনে খেলতে পারেন। বিসিএলে খেলতে ইসলামী ব্যাংকের সাথে চুক্তি হয়েছে বলে আশরাফুলকে নিয়ে বিসিবি পাড়ায় চলছে গুঞ্জন। তবে নির্বাচকরাই আশরাফুলের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন। অবসান হবে গুঞ্জনের।
২৪ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে