বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬, ০৯:২২:০৭

‘ওদের বিপক্ষে লড়ার চিন্তাটাই করছি শুধু'

‘ওদের বিপক্ষে লড়ার চিন্তাটাই করছি শুধু'

স্পোর্টস ডেস্ক : আমার মনে হয় যে ইস্যুটা নিয়ে কথা হচ্ছে এটা গ্লোবাল ক্রাইসিস। আমার মনে হয় বোর্ড থেকে তারা আরো ভালো বলতে পারবেন। আমরা আশাবাদী ইংল্যান্ড আসবে। আমরা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক সিরিজ খেলবো।

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) কর্তৃক মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজিত প্রস্তুতি ম্যাচ শেষে টাইগার বাহিনীর নির্ভরযোগ্য অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ এসব কথা বলেছেন।

তিনি বলেন, আমরা শুধু আমাদের প্রস্তুতি নিয়ে চিন্তা করছি। আমার আশা করছি ইংলিশরা আসবে। আমরা খেলার জন্যই প্রস্তুত হচ্ছি। আমাদের ফোকাসটা ওই দিকেই। ওয়ানডে এবং টেস্ট সিরিজ দুটোতেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবো। আমরা আমাদের কাজগুলো যেন ঠিকঠাক মতো করতে পারি, প্রস্তুতি নিতে পারি ওটা নিয়েই আমরা চিন্তা করছি। এর বাইরে কিছু চিন্তা করছি না।

আগামী ৩০ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট খেলতে ঢাকায় আসার কথা ইংল্যান্ডের। কিন্তু সাম্প্রতিক সময়ে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গীদের সন্ত্রাসী হামলায় বদলে গেছে প্রেক্ষাপট। তাই দেশের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা সরেজমিনে দেখতে ঢাকায় আসে ইংল্যান্ডের প্রতিনিধি দল। তবে সন্তুষ্ট হয়নি তারা। তাই বিষয়টি ছেড়ে দিয়েছেন খেলোয়াড়দের উপর। আজ বৃহস্পতিবার রাতেই ইংলিশ খেলোয়াড়দের সঙ্গে বসার কথা ইসিবির।
২৫ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে