বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬, ০৯:৩৮:৩০

রোনালদোর সঙ্গে রোনালদো!

রোনালদোর সঙ্গে রোনালদো!

স্পোর্টস ডেস্ক : আগস্টের ৩১ তারিখ। দিনটা কোনও দিনই ভোলার কথা নয় রিয়াল মাদ্রিদ ভক্তদের। এই দিনেই ইন্টার মিলান থেকে বার্নাব্যুতে এসেছিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো। এরপর মাদ্রিদের জার্সিতে মাঠ মাতিয়েছেন পাঁচ বছর। সেই দিনের ১৪ বছর পূর্তির সপ্তাহ খানেক আগে আরেকটি সুখবর পেল রিয়াল ভক্তরা। আবারও ক্লাবে ফিরছেন ‘দ্যা ফেনোমেনন।’

মাঠ মাতানোর সময়টা পেরিয়ে গেছে। এবারের ভূমিকাটা তাই অন্য রকম। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের উপদেষ্টা হিসেবে কাজ করবেন তিনি। পাশাপাশি ক্লাবের বৈশ্বিক দূত হিসেবে দেখা যাবে রোনালদেকে।

সাবেক ‘গ্যালাকটিকো’-দের ক্লাবে ফিরিয়ে আনতে আগ্রহী পেরেজ। গেল জানুয়ারিতে রাফায়েল বেনিতেজ বরখাস্ত হবার পর জিনেদিন জিদানকে কোচ হিসেবে নিয়োগ দেয় রিয়াল। এবার আনা হলো রোনালদোকে।

ব্রাজিলিয়ান কিংবদন্তির অনেক দিন আগেই সাবেক ক্লাবটির সঙ্গে যোগ দেবার কথা ছিল; কিন্তু ব্রাজিলে ২০১৪ সালের বিশ্বকাপ ও সদ্য শেষ হওয়া অলিম্পিকের জন্য ব্যস্ত সময় পার করছিলেন তিনি। তাই এতদিন হবে হবে বলেও হয় নি।

ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান থেকে ২০০২ সালে বার্নাব্যুতে আসেন রোনালদো। এরপর পাঁচ বছরের ক্যারিয়ারে রিয়ালের জার্সিতে ১৭৭ খেলায় ১০৪ গোল করেন সর্বকালের অন্যতম সেরা স্টাইকার।  রিয়ালের হয়ে দুইটি লা লিগার পাশাপাশি একটি সুপার কাপ জেতেন তিনি।

তবে রিয়ালের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটা কখনো উঁচিয়ে ধরা হয়নি তার। রোনালদো ক্লাবে আসার আগের মৌসুমে জিদান নৈপুণ্যে ইউরোপ সেরা হয়েছিল রিয়াল। এরপর ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে দীর্ঘ সময় ধরে একটা খরা পেরুতে হয় স্প্যানিশ জায়ান্টদের।-ইত্তেফাক
২৫ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে