বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬, ১০:৪৮:২১

আগামী অলিম্পিকে খেলবে রওনক!

আগামী অলিম্পিকে খেলবে রওনক!

আরিফ চৌধুরী : দেশের সবচেয়ে কম বয়সী শ্যুটার বলা হচ্ছে তাকে, যদিও তার স্বপ্ন অনেক বড়। ১২ বছর বয়সী রওনক চৌধুরী বাংলাদেশকে এনে দিতে চায় অলিম্পিকের গোল্ড মেডেল। ষষ্ঠ শ্রেণীর ছাত্র রওনক এখন থেকেই প্রস্তুত হচ্ছে। ১০ মিটার এয়ার রাইফেল তার পছন্দের ইভেন্ট।

জন্মের পর থেকেই অস্ত্র গোলা, বারুদ, ইত্যাদি বস্তুর সঙ্গে তার পরিচয়। পড়শোনার পর অবসরের বাকিটা সময় কাটে নিশানা ঝালাই করে। খুদে এই শ্যুটারের সবচেয়ে বড় পরিচয় বাংলাদেশ শ্যুটিংয়ে তারকা দম্পতি সাইফুল আলম চৌধুরী রিংকি এবং সাবরীনা হাসানের বড় ছেলে। মা বাবার কাছ থেকেই শ্যুটার হওয়ার প্রাথমিক আগ্রহ জন্মেছে তার।

২৮তম জাতীয় শ্যুটিং চ্যাম্পিয়নশীপে অংশ নিচ্ছে রওনক। বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধনীতে মা বাবা এবং ছেলেকে এক সঙ্গেই পাওয়া গেলো। ছেলে যখন টার্গেট প্র্যাকটিস করছিলো পেছনেই সাবরীনা এবং রিংকি দাঁড়িয়ে ছিলেন।

রওনকের মা সাফ গেমসের শ্যুটিংয়ে স্বর্ণজয়ী তারকা শ্যুটার সাবরীনা হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, ছেলেকে আমরা আলাদা কোনো চাপ দেইনি যে, শ্যুটারই হতে হবে। তার মধ্যে এ নিয়ে এমনিতেই ব্যাপক আগ্রহ দেখি। শ্যুটিংয়ের অনেক কিছুই সে এখনো বুঝে উঠেনি। তবে ১০ মিটার এয়ার পিস্তলের প্রতি তারা আলাদা আগ্রহ লক্ষ্য করছি। মা এবং বাবার উৎসহেই এগিয়ে যাচ্ছে সে।

রওনক চৌধুরী জানায় আগামী অলিম্পিকেই আন্তর্জাতিক অভিষেক ঘটাতে চায় সে এবং স্বপ্ন দেখে অলিম্পিকের শ্যুটিংয়ে অংশ নিয়ে দেশের জন্য স্বর্ণপদক জয় করার।-চ্যানেল আই
২৫ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে