শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬, ০৩:১১:৫৬

ক্রিকেট-ভক্তদের জন্য সুখবর, বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড

ক্রিকেট-ভক্তদের জন্য সুখবর, বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : জল্পনা-কল্পনার অবসান! অনেক নাটকীয়টার অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট-প্রেমীদের জন্য ভেসে আসলো সেই সুসংবাদ। ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পর বাংলাদেশ সফরের ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইসিবির নিরাপত্তা উপদেষ্টা রেজ ডিকাসন, ইসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের পরিচালক জন কার ও ইংল্যান্ডের পেশাদার ক্রিকেটারদের সংগঠন পিসিএর প্রধান নির্বাহী ডেভিড লেথারডেল বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন। সম্প্রতি বাংলাদেশের ঘুরে যাওয়া তিন সদস্যের প্রতিনিধি দল ইংল্যান্ডের ওয়ানডে দলকে বৃহস্পতিবার ব্রিফিং করেন।

এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে সেই সুখবর। বাংলাদেশ সময় মাঝরাতে শেষ হওয়া সেই বৈঠকের পর ইসিবি এক টুইটে জানায়, পরিকল্পনা অনুযায়ীই হবে বাংলাদেশ সফর।

গত ১লা জুলাইে গুলশানে হামলায় ১৭ জন বিদেশি সহ ২০ জিম্মি হত্যার ঘটনার পর থেকেই বাংলাদেশে এই সিরিজ কতটা নিরাপদ হবে সেনিয়ে উদ্বেগ জানিয়ে আসছিলেন ইংলিশ খেলোয়াড়েরা। তার প্রেক্ষিতে বাংলাদেশ সফরে এসেছিলেন ইসিবির নিরাপত্তা দল।

২৬ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস‌‌‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে