শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬, ১০:১৮:১১

মাশরাফি কথাই সত্যি হলো!

মাশরাফি কথাই সত্যি হলো!

স্পোর্টস ডেস্ক : টি২০ বিশ্বকাপ থেকে আসন্ন ইংল্যান্ড সিরিপ পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ে কোনো খেলা নেই বাংলাদেশের। তাই ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের জন্য মুখিয়ে বাংলাদেশের টাইগাররা। প্রস্তুতিও চলছে দীর্ঘ দিন থেকেই। প্রায় দুই মাস আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) ঘোষণা করেছে ৩০ সদস্যে একটি প্রাথমিক দল। শুরু হয়েছে তাদের অনুশীলন ক্যাম্পও।

আন্তর্জাতিক পর্যায়ে খেলা না থাকলেও টাইগারদের ক্রিকেটের মধ্যেই রেখেছে বিসিবি। অনুষ্ঠিত হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ(ডিপিএল)। আগামী মাসেই অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট লিগ(বিসিএল)। ইংলিশদের বিপক্ষে লড়ার জন্য টাইগার বাহিনীর চূড়ান্ত দল ঘোষণার আগে টাইগারদের জন্য ৩টি প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছে বিসিবি। এক কথায় ইংলিশদের বিপক্ষে লড়ার জন্য মুখিয়ে বাংলাদেশ।

এত কিছুর পরেও গত ১ জুলাই গুলশানে জঙ্গি হামলার পর থেকে বাংলাদেশে ইংল্যান্ডের আসা নিয়ে শঙ্কা বিরাজ করছিল। তবে এ ব্যাপারে আশাবাদীা ও আত্মবিশ্বাসী ছিলেন বাংলাদেশ জাতীয় ওয়ানডে ও টি২০ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

মাশরাফি বিন মর্তুজা বলেছিলেন, বাংলাদেশ সিরিজ খেলেছে অনেক দিন হল। দেশবাসী চায় ইংলিশরা বাংলাদেশে আসুক। আগেও তারা অনূর্ধ্ব ১৯ দল পাঠিয়েছে। আমি আশাবাদী ইংল্যান্ড দল অবশ্যই আসবে। আর যথাসময়েই সিরিজ মাঠে গড়াবে।

তিনি বলেন, অতীতেও বিদেশী দলকে কঠোর নিরাপত্তা দেয়া হয়েছে। এবারও তার ব্যতিক্রম হবে না। আশা করছি ইংল্যান্ড দল সর্বোচ্চ নিরাপত্তাই পাবে।

তিনি আরো বলেন, এটাতো শুধু একটা খেলাই নয়। এর মধ্যে অনেক কিছু জড়িয়ে আছে। এই ধরনের পরিস্থিতিতে ইংল্যান্ড সব সময় আমাদের পক্ষে ছিল। আগের দুইবার তারা এখানে এসেছে। আমরা এ জন্যই আশাবাদী, তারা এখানে আসবে এবং আমাদের সঙ্গে খেলবে।

অবশেষে মাশরাফির কথাই সত্যি হলো। নির্ধারিত সময়েই টাইগারদের বিপক্ষে খেলার জন্য বাংলাদেশে আসছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করার পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড(ইসিবি) বৃহস্পতিবার রাতে আাগের সূচি অনুয়ায়ীই সফর নিশ্চিত করেছেন।
২৬ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে