বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:৫৮:৩৬

টাইগার রুবেলের গান গাওয়ার মেধাও কম নয়

টাইগার রুবেলের গান গাওয়ার মেধাও কম নয়

স্পোর্টস ডেস্ক: টাইগার বোলার রুবেল হোসেন গতির ঝড়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের নাকানি-চুবানি খাওয়ানোই রুবেল হোসেনের কাজ। তবে তাঁর গান গাওয়ার মেধাও কম নয়। ছোটবেলা থেকেই গান গাওয়ার শখ।

সেটা ছড়িয়ে গেছে জাতীয় দলের ড্রেসিংরুম, হোটেল-টিম বাস পর্যন্ত। একবার খুলনা ক্লাবের এক অনুষ্ঠানে গিয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। সেখানে হঠাৎ করেই মাহমুদুল্লাহ রিয়াদ বলে ওঠেন, ‘আমাদের মধ্যেও একজন সিঙ্গার আছে। আমরা তার গান শুনতে চাই।’

সে অনুষ্ঠানে রুবেলের গান বেশ এনজয় করেন উপস্থিত সবাই। টিভি অনুষ্ঠানেও শোনা গেছে তাঁর কণ্ঠ। বন্ধুদের সঙ্গে আড্ডা-গল্পে প্রায়ই গেয়ে ওঠেন খুলনার এই তরুণ। গানে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তবে আইয়ুব বাচ্চুর গানের ভক্ত। বাচ্চুর ‘এখন অনেক রাত’, ‘সেই তুমি’ গাইতে পছন্দ করেন। বাচ্চুর অনেক গানই তাঁর মুখস্থ। তবে পছন্দ হলে নবীন শিল্পীদের গানও কণ্ঠে তোলেন।

রুবেল বলেন, ‘আমি গানপাগল। এটা আমার শখ। ইচ্ছে হলেই গাই, বন্ধুদের শোনাই। রিয়াদ ভাই, মুশফিক ভাই, নাসির, শফিউলসহ জাতীয় দলের অনেকেই আমার গান পছন্দ করেন।’

বাসায় গান শোনার ভালো ব্যবস্থা রেখেছেন। ‘কিছুদিন আগে কারাওকে নিয়েছি। এখন ইচ্ছা হলেই কারাওকের সঙ্গে গাওয়া শুরু করি। গাওয়ার মধ্যে যে আনন্দ সেটা আর কিছুতে আছে বলে আমার জানা নেই!
৮ সেপ্টম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে