বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৬, ০২:২০:৪১

আর ফুটবল খেলবেন না রোনালদিনহো

আর ফুটবল খেলবেন না রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক: অবসর নিতে যাচ্ছেন রোনালদিনহো। খুব শিগগিরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবেন বলে জানালেন ব্রাজিলের সাবেক এ ফুটবলার। আগামী মৌসুমে আর খেলবেন না বলে পুরোপুরি নিশ্চিত করলেন বার্সেলোনা ও এসি মিলানের সাবেক এ তারকা।

এতে দক্ষিণ আমেরিকা ও ইউরোপজুড়ে ১৮ বছর দাপিয়ে বেড়ানো এ ফুটবলারের ক্যারিয়ারের শেষ হতে যাচ্ছে। ইউরোপ ও দক্ষিণ আমেরিকার সেরা লড়াই ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ও কোপা লিবার্তাদোরেস- দু’টোরই শিরোপা জেতা হাতে গোনা কয়েকজন খেলোয়াড়ের মধ্যে রোনালদিনহো একজন।

২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ শিরোপা জয়ের স্বাদও নেন তিনি। ২০০৪ ও ২০০৫ সালে ফিফা বর্ষসেরা পুরস্কার জেতা এ ফুটবলার ২০১১ সালে ইতালির ক্লাব এসি মিলান ছাড়েন। এরপর বিচ্ছিন্নভাবে বিভিন্ন ক্লাবে খেলেন। সর্বশেষ ২০১৪ সালে অ্যাটলেটিকো মিনেইরো ছাড়েন।

এরপর আর কোনো ক্লাবে স্থায়ী হতে পারেননি। বয়স বেড়ে যাওয়া পায়ে এখন সেই ধার নেই তার। বিষয়টি উল্লেখ করে অবসরের কথা জানালেন রোনালদিনহো। বলেন, ‘আমি এখন বুড়ো মানুষ। বয়স ৩৬ বছর। এখন আর ২৬ বছর বয়সের মতো খেলতে পারি না। এখন আমি ক্যারিয়ার শেষ করতে চাই।

আর মাত্র এক বছর খেলার ইচ্ছা আছে আমার।’ অবসরের পর কী করবেন সে পকিল্পনার কথাও জানালেন ব্রাজিলের সাবেক এ ফুটবলার। সবসময় আমার দুটো বিষয়ের প্রতি আগ্রহ এটা সবাই জানেন। একটি ফুটবল আর অন্যটি গান।

আমি নতুন একটি পরিকল্পনা হাতে নিতে যাচ্ছি। সেটা গান এবং ফুটবলকে কেন্দ্র করে হবে। আশা করছি, আপনারা দেখতে পাবেন।’ ১৯৯৯ থেকে ২০১৩ পর্যন্ত ব্রাজিলের হয়ে ৯৭ ম্যাচে ৩৩ গোল করেছেন রোনালদিনহো।

আর ২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে ২০৭ ম্যাচে করেন ৯৪ গোল। এরপর ২০১১ পর্যন্ত ইতালির ক্লাব এসি মিলানের হয়ে ৯৫ ম্যাচে করেন ২৬ গোল।
৮ সেপ্টেম্বর,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে