বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:৩০:১৮

‘২০১৮ বিশ্বকাপ জিতবে ব্রাজিল’

‘২০১৮ বিশ্বকাপ জিতবে ব্রাজিল’

স্পোর্টস ডেস্ক : এবছর অলিম্পকে সোনা জেতে নেইমারের ব্রাজিল। এ জয় ও বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচের ভালো ফল ব্রাজিল দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। মিডফিল্ডার দগলাস কস্তা মনে করেন, ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপ জিতবে তার দল।

ব্রাজিল সবশেষ বিশ্বকাপ জেতে ২০০২ সালে। দেশের মাটিতে গত বিশ্বকাপের সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হারার লজ্জায় ডুবেছিল তারা। এর পর গত জুনে কোপা আমেরিকার শতবর্ষী আসরের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ে ব্রাজিল।

রিও অলিম্পিকের সোনা জিতে গত বিশ্বকাপের হতাশায় কিছুটা হলেও প্রলেপ দিতে পারে নেইমাররা। আর বাছাইপর্বে একুয়েডর ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ জিতে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা।

দুঙ্গার জায়গায় দায়িত্ব নেওয়া তিতের অধীনে ব্রাজিল ভালো কিছু পেতে পারে বলে বিশ্বাস করেন বায়ার্ন মিউনিখে খেলা কস্তা।

কস্তা বলেন, বিশ্ব চ্যাম্পিয়ন হতে যা লাগে আমাদের দলে তা আছে। নেইমার আর (ফিলিপে) কৌতিনিয়োর মতো খেলোয়াড়রা অনেক মান সম্পন্ন। নতুন কোচও ভালো। তিনি বলেন, আগামী বিশ্বকাপে আমরা ফেবারিটদের তালিকায় থাকবো।
৮ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে