বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:৫৭:৩৩

তাসকিনের পর পরীক্ষা দিলেন সানি

তাসকিনের পর পরীক্ষা দিলেন সানি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বৃহস্পতিবার সকাল ১০টায় পরীক্ষা দিয়েছিলেন জাতীয় দলের স্পিড মাস্টার তাসকিন আহমেদ। এরপর দুপুর ১টায় পরীক্ষা দিলেন বাঁ-হাতি স্পিনার আরাফাত সানি। আগামী ১৪ থেকে ২১ দিনের মধ্যে এ দুই বোলারদের পরীক্ষার ফলাফল দেওয়া হবে।

গত সোমবার বাংলাদেশ সময় রাত ১১টা ৫০ মিনিটে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে বাংলাদেশ ছাড়েন তাসকিন ও সানি। তবে সূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার অ্যাকশন পরীক্ষা দেন তারা। আগামী ১১ রোববার দেশে ফিরবেন তারা। সানি-তাসকিনের পরীক্ষায় সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

উল্লেখ্য, ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে মাঝ পথেই বাদ পড়েন আরাফাত সানি ও তাসকিন আহমেদ। এরপর আইসিসি অনুমোদিত চেন্নাইয়ে পরীক্ষাগারে পরীক্ষা দিলে সেখানেও ত্রুটি ধরা পড়ায় আইসিসি দু’জনকে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
৮ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে