শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:১৮:১৭

আফগানিস্তানের কাছে লজ্জাজনক ব্যবধানে হেরে গেলো বাংলাদেশ!

আফগানিস্তানের কাছে লজ্জাজনক ব্যবধানে হেরে গেলো বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক : আশঙ্কাই সত্যি হলো। নির্বাচকরাও এখন নতুন করে ভাবতে বাধ্য হবেন। বিসিবির প্রধান নির্বা্চক হয়তো প্রস্তুতি ম্যাচ বলে এতটা গুরুত্ব দেবেন না। কিন্তু এই জয়ে বাড়তি আত্মবিশ্বাস পেলো আফগানিস্তান। লজ্জাজনক ব্যবধানে হেরে গেলো বাংলাদেশ!

বাংলাদেশ হেরে গেলো ৬৬ রানে। বড় পরাজয় হলো সাব্বিরদের। অবাক এক চিত্র নেমে আসলো বিকেল বেলা। কি খেললেন টম আর্ডাররা! এরা প্রায় সবাই জাতীয় দলের নিয়মিত ওপেনার হতে চায়। কিন্তু রান যা করেছেন তা বড়ই লজ্জার।

ইমরুল, বিজয় ও লিটন দাসতো ওপেনার হিসেবে জাতীয় দলে বহু ম্যাচে খেলেছেন। কিন্তু তারাই দেশকে লজ্জার সামনে দাঁড় করাচ্ছেন। এর আগে বাবু ও মিরাজ যে বোলিং ণৈপুন্য দেখান সেটাকে ধূলোয় মিশিয়ে দিয়েছেন তারা।

লিটন ৬, বিজয় ৫, ইমরুল ৮ ও সাব্বির ৯ রান করে আউট হয়েছেন। আর কোনো অভিজ্ঞ ব্যাটসম্যান ছিলো না। দলে কয়েকজন তরুণ। তাদের মধ্যে সোসাদ্দেক ৭৬ রানের ইনিংস খেলেছেন।

আফগান অলরাউন্ডার নবী ৪টি উইকেট শিকার করেন। বাংলাদেশের পরাজয়ে দলের পক্ষে বড় অবদান তার। ৩৮ ওভার ১ বলেই গুটিয়ে যায় টাইগাররা। আফগানরা অবশ্য অলআউট হয় ৪৯ ওভার ২ বলের সময়। এই ম্যাচের মাধ্যমে শক্তি-সামর্থ্যর অনেক কিছুই দেখা হয়ে গেলো। এ নিয়ে নতুন করে ভাবনায় বিসিবি।
২৩ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে