রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ০৮:৫৩:২৪

ফের শুরু হচ্ছে ক্রিকেটীয় উল্লাস, উদ্ভাসিত ভক্তরা

ফের শুরু হচ্ছে ক্রিকেটীয় উল্লাস, উদ্ভাসিত ভক্তরা

স্পোর্টস ডেস্ক : ঝিমিয়ে পড়ছে বাংলার টাইগার ভক্তরা, প্রায় ছয় মাসের মতো আন্তর্জাতিক খেলার বাইরে ছিল বাংলাদেশ। এই দীর্ঘ সময় ক্রিকেটপ্রেমীদের কাছে নিয়ে এনেছিল অতৃপ্তির ঢেকুর।

অন্যান্য দেশের খেলা হচ্ছে, তা দেখে ক্রিকেটীয় তৃপ্তি মেটে না। বাংলাদেশের খেলা হলে সকল তৃপ্তি-আনন্দের ফানুস উড়ে চারপাশ জুড়ে। তাইতো ১৬ কোটি বাঙালি অপেক্ষায় কখন বাংলাদেশের খেলা আসবে! আর আবেগে-উল্লাসে উদ্ভাসিত হয়ে বিজয়ের গর্জন ছড়াবে চারপাশে।

অপেক্ষার পালা শেষ, শুরু বাংলার বাঘদের গর্জন। ঝিমিয়ে পড়া ১৬ কোটি বাঙালির ক্রিকেটীয় আবেগ জাগ্রত হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে।

ফের শুরু বিজয়ের উল্লাস। ইতিমধ্যে প্রথম ওয়ানডে’র জন্য দল ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াডে কাকে নেয়া হয়েছে, কাকে নেয়া উচিত ছিল এই নিয়ে তর্কযুদ্ধ বাজছে আড্ডায়, পথেঘাটে, চায়ের দোকানে। যেহেতু অপেক্ষার প্রহর ছিল প্রায় দীর্ঘ, তাই ক্রিকেটপ্রেমীদের কাছে এই সিরিজটা আনন্দের নতুন মাত্রা যোগ করতে শুরু করেছে।
 
প্রথমবারের মতো সম্পূর্ণভাবে অনলাইনে বিক্রি হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে ম্যাচের টিকেট। অনলাইনে পরিবেশন করছে সহজ ডটকম। সহজ ডটকম বলছে প্রথম ওয়ানডে ম্যাচের টিকেট খেলা শুরু হওয়ার ২/৩ দিন আগেই প্রায় ৮০ ভাগ বিক্রি শেষ। বুঝাই যাচ্ছে কতটা উন্মুখ হয়ে বসে ছিল বাংলার ক্রিকেট ভক্তরা।

হয়ে গেছে বিসিবি একাদশের সাথে আফগানিস্তানের প্রস্তুতি ম্যাচ, তাতে বাংলাদেশ ৬৬ রানের ব্যবধানে হারলেও এই নিয়ে ভক্তদের মাঝে উচ্ছ্বাসের তেমন কমতি নেই। সবার টার্গেট সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের দিকে, প্রথম ওয়ানডে জয় নিশ্চিত করতে পারলে ধারাবাহিভাবে বাকি দুইটা ম্যাচ জয় সহজ হয়ে যাবে বলে মনে করেন টাইগার ভক্তরা।

এছাড়া অনেকেই আফগানিস্তান সিরিজকে ইংল্যান্ড সিরিজের পূর্ব প্রস্তুতি হিসেবে নিচ্ছেন। তাদের মতে, আফগানিস্তান সিরিজ ভালোভাবে শেষ করতে পারলে ইংল্যান্ড সিরিজের ভালো প্রস্তুতি হবে, আত্নবিশ্বাসও বাড়বে।

আফগানিস্তান সিরিজ নিয়ে প্রস্তুত মাশরাফি বাহিনী, অনুশীলনও প্রায় শেষ। সবাই নিজেকে জ্বালিয়ে নিতে অনুশীলনে কঠোর পরিশ্রমে ব্যস্ত ছিল। তাসকিন-সানির বোলিং বৈধতার খবরে স্বস্তি এসেছে টিমে,সবাই উৎফুল্ল। দীর্ঘ বিরতির পর আবার জয় দিয়ে শুরু হোক বাংলার ক্রিকেট, এই কামনা ভক্তদের।-বিডি ক্রিকটিম
২৫ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে