রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ১০:১৩:৪২

আফগানিস্তানকে ছোট করে দেখছে না আবদুর রাজ্জাক

আফগানিস্তানকে ছোট করে দেখছে না আবদুর রাজ্জাক

স্পোর্টস ডেস্ক:  আজ (রোববার) দুপুরে সফরকারী আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ।  অতিথিদের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে টাইগাররা।

তবে ২০১৪ এশিয়া কাপে আফগানিস্তানের কাছে হেরে যায় বাংলাদেশ। সেই ম্যাচটিতে বাংলাদেশে হয়ে মাঠে নেমেছিল টাইগার দলের নির্ভরযোগ্য স্পিনার আবদুর রাজ্জাক।  আফগানদের বিপক্ষে ম্যাচটিতে হার নিয়ে খুব উদ্বিগ্ন নন তিনি। আজ থেকে শুরু হওয়া এই দুই দলের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের জয়ের প্রত্যাশা করছেন তিনি।

দেশের প্রথম সারির একটি পত্রিকায় দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘আগেই বলেছি আফগানিস্তানকে ছোট করতে চাই না। আবার একই সঙ্গে এত দিন পর খেলতে নামাও চ্যালেঞ্জের। মাঝের সময়ে ঘরোয়া ক্রিকেট খেলা হয়েছে, জাতীয় দলের ক্যাম্প হয়েছে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট একেবারে আলাদা। এত দিন পর খেলতে নামলে অভ্যস্ত হওয়ার ব্যাপার আছে। আর প্রথম ম্যাচ তো সব সময় গুরুত্বপূর্ণ। কাল (আজ) ভালো শুরু হলে দলের আবার আগের ছন্দে চলে যাওয়ার কথা।’

এছাড়া আরাফাত সানি প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক অনেক বোলিং করতে হবে। নতুন বোলিং অ্যাকশনের সঙ্গে অভ্যস্ত হতে হবে। অনেক পরিশ্রম করার পর ওর অ্যাকশন ঠিক হয়েছে। এখন আরো বেশি পরিশ্রম করতে হবে। ’
২৫ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে