রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ০১:০৯:১০

মাঠে ফিরেই আগুয়েরোর জোড়া গোল

মাঠে ফিরেই আগুয়েরোর জোড়া গোল

নিউজ ডেস্ক: নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই দলকে জেতালো সার্জিও আগুয়েরো। আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের জোড়া গোলে প্রিমিয়ার লিগে সোয়ানসি সিটিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।

শনিবার প্রতিপক্ষের মাঠে নেমেই বারে বল জড়ান আগুয়েরো। বাকারি সানিয়ার পাস থেকে ডি-বক্সের মধ্যে বল পেয়ে প্রথম ছোঁয়াতেই সোয়ানসির দু'জন খেলোয়াড়কে ছিটকে ফেলেন তিনি। এর পর কাছ থেকে নেওয়া শটে বল জালে জড়ান আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।

বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি সিটি। ত্রয়োদশ মিনিটে সমতায় ফেরে সিটির বিপক্ষে লিগে এর আগের ৮ ম্যাচের একটিতেও জিততে না পারা সোয়ানসি। সিগুর্ডসনের পাস পেয়ে ডি-বক্সের মধ্য থেকে বাঁ পায়ের শটে বল জালে জড়ান স্পেনের ফরোয়ার্ড ফের্নান্দো লরেন্তে।

গোল পেতে মরিয়া সিটি দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সোয়ানসির রক্ষণে চাপ তৈরি করে। এর ফলও দ্রুতই পেয়ে যায় পেপ গুয়ার্দিওলার দল। ৬৫তম মিনিটে পেনাল্টি গোলে দলকে এগিয়ে দেন ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা আগুয়েরো।

এই নিয়ে চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৬ ম্যাচে একাদশ গোল পেলেন আগুয়েরো।

৭৭তম মিনিটে সিটির তৃতীয় গোলটি করেন রাহিম স্টার্লিং।

ইপিএলে সিটিকে নিয়ে লিগের প্রথম ছয় ম্যাচেই জয় পেলেন গুয়ার্দিওলা। এর আগে ইপিএলে শুরুতে টানা ৬ ম্যাচ জয়ের কীর্তি ছিল একমাত্র কার্লো আনচেলত্তির। ২০০৯ সালে চেলসির হয়ে এই কীর্তি গড়েছিলেন ইতালির এই কোচ।

এই জয়ে ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থাকা নিশ্চিত করেছে সিটি।-নয়া দিগন্ত
২৫ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে