রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ০১:৫৫:৩৩

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ নিয়ে শঙ্কা থাকছেই

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ নিয়ে শঙ্কা থাকছেই

স্পোর্টস ডেস্ক : কিছুতেই এড়িয়ে যাওয়া যাচ্ছে না এই শঙ্কা। ম্যাচ শুরুর ঠিক আগেও বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ নিয়ে শঙ্কা থাকছেই।  

একটানা না হোক, প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে শনিবার টিম বাংলাদেশের অনুশীলন মাঝ পথে বন্ধ হয়ে গেছে।

আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও কি বৃষ্টি ভোগাবে? প্রকৃতির বাঁধায় খেলা বিঘ্নিত হবে? নাকি বৃষ্টির বাগড়ায় ৫০ ওভারের ম্যাচের দৈর্ঘ্য ছোট হয়ে না আবার ২০/২৫-৩০ ওভারে নেমে আসবে নানা সংশয়-শঙ্কা।

আজ রোববার আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির কথা বলা হয়েছে। তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আর্দ্রতাও থাকবে বেশি। কিন্তু দুপুরের পর থেকে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।

তবে একটা আশার খবর আছে। তাহলো, বৃষ্টির কথা ভেবেই প্রতি ম্যাচের মাঝেই একদিন রিজার্ভ ডে রাখা আছে। তার মানে আজ প্রবল বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগি হয়ে পড়লেও সমস্যা নেই। অর্থাৎ আজ বিকেলে কিংবা সন্ধ্যায় ভারী বর্ষণে যদি মাঠ খেলার অনুপযোগি হয়ে যায়, তারপরও ম্যাচ পণ্ড হবে না। কাল সোমবারে গড়াবে।

এদিকে বৃষ্টির কারণে ২৪ ঘণ্টা আগে থেকেই পিচ থেকে শুরু করে ৩০ গজের সীমানা, বোলারদের লান আপের জায়গার পাশাপাশি শেরে বাংলার আউট ফিল্ডোর প্রায় ৮০ ভাগ কভারে ঢাকা ছিল।

কাজেই মেঘমুক্ত সোনালী রোদ থাকলে আজ দুপুর আড়াইটায় নির্ধারিত সময়েই খেল শুরু হবে। এখন সকাল থেকে খেলা শুরুর আগে মানে দুপুর গড়াতে জোরে বৃষ্টি চলে আসলে ভিন্ন কথা। তখন মাঠ খেলা উপযোগি করতে সময় লাগবে। নির্ধারিত সময়ের বদলে খেলা শুরু হবে বিলম্বে।
২০ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে