রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ০২:১১:১৮

পরিসংখ্যান বলছে, আফগানিস্তানের বিপক্ষে অনেক এগিয়ে বাংলাদেশ

পরিসংখ্যান বলছে, আফগানিস্তানের বিপক্ষে অনেক এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : পরিসংখ্যানে আফগানিস্তানের বিপক্ষে অনেক এগিয়ে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একদিনের আন্তর্জাতিক ম্যাচের মধ্য দিয়ে বহু প্রতীক্ষার অবসান ঘটতে ক্রিকেট প্রেমীদের।

দীর্ঘ ১০ মাস যাবত আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলো টাইগাররা। ফের মাঠের লড়াইয়ে ব্যস্ত হচ্ছে টাইগাররা। বাংলাদেশের ভক্তদের জন্য দিনটা এজন্য একটু বেশিই আনন্দের।

মিরপুরের হোম অব ক্রিকেটে দুপুর ২.৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যে এটিই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ হলেও উভয় দল এরই মধ্যে দুইবার পরস্পরের মোকাবেলা করেছে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে।

দু’দলের প্রথমবারের দেখায় টাইগারদের নাকানিচুবানি খাইয়ে এশিয়া কাপে মাশরাফি-সাকিব বিহীন বাংলাদেশের বিপক্ষে ৩২ রানে ম্যাচ জিতে নেওয়া আফগানিস্তানের বিপক্ষে অবশ্য পরবর্তী দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয়বারের দেখায়  বিশ্বকাপের আসরে ১০৫ রানের জয়ে প্রতিশোধ ঠিকই আদায় করে নিয়েছে মাশরাফিবাহিনী।

এবার দেখে নেওয়া যাক আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের কিছু পরিসংখ্যান-

টসঃ আফগানিস্তানের বিপক্ষে নিজের দু’বারের দেখায় উভয় বারই টস নামক ভাগ্য নির্ণয়ে জয় লাভ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

শীর্ষ ৫ রান সংগ্রাহকঃ শীর্ষ ৫ রান সংগ্রাহকের মধ্যে আইসিসির এ সহযোগী দেশটির বিপক্ষে প্রথম স্থানে রয়েছেন মুশফিকুর রহিম। তার সংগ্রহ এক শতক সহ ৯৪ রান। এক ম্যাচ থেকে ৬৩ রান করে তালিকাত দ্বিতীয়স্থানে অবশান সাকিব আল হাসানের। আসন্ন সিরিজের দলে অন্তর্ভুক্ত না থাকলেও তালিকার তৃতীয়স্থানে উজ্জ্বল করছে মুমিনুল হকের নাম। এরপর যৌথভাবে ৪১ রান নিয়ে অবস্থান যথাক্রমে মাহমুদউল্লাহ রিয়াদ ও জিয়াউর রহমানের।
 
শীর্ষ ৫ উইকেট শিকারীঃ বাংলাদেশ জাতীয় দলকে রঙ্গিন পোষাকে নেতৃত্ব দিয়ে বদলে দেওয়া মাশরাফি মুর্তজা আছেন বোলারদের মধ্যে সবার উপরে। আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ খেলে ৩ উইকেট শিকার তাঁর। এরপরই যথাক্রমে দু’টি করে উইকেট শিকার করে তালিকার দ্বিতীয়স্থানে আছেন দুই বাঁ-হাতি স্পিনার আরাফাত  সানি, সাকিব আল হাসানের সাথে গতিতারকা রুবেল হোসেন। আর একটি করে উইকেট নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদের পাশপাশি তাসকিন আহমেদ।

ইকোনিক বোলারঃ এ তালিকার শীর্ষেও রয়েছেন মাশরাফি বিন মুর্তজা। য়াফগানদের বিপক্ষে তার ইকোনমিক রেট ২.২২।

সবচেয়ে বেশি বাউন্ডারিঃ সফরকারীদের বিপক্ষে সবচেয়ে ৭ টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিন টাইগার ব্যাটসম্যান মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও জিয়াউর রহমান। এর মধ্যে আবার জিয়াউরের দখলে সবচেয়ে বেশি হাঁকানোর অভিজ্ঞতা। আর মুশফিক ও সাকিব উভয়েই সমান সংখ্যাক ৬টি করে চারের দেখা পেয়েছেন।

সর্বোচ্চ জুটিঃ আফগানিস্তানের বিপক্ষে যেকোন উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি ৭৩ রানের। এশিয়া কাপে নিজেদের প্রথমবারের দেখায় নাঈম ইসলামকে সাথে নিয়ে পঞ্চম উইকেটে সর্বোচ্চ রানের এ জুটি গড়েন নাসির হোসেন।
২০ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে