রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ০২:৪৪:৩০

আফগানিস্তানের বিপক্ষে এই বড় ধরনের মাইলফলক ছুঁইবেন টাইগার মুশফিক!

আফগানিস্তানের বিপক্ষে এই বড় ধরনের মাইলফলক ছুঁইবেন টাইগার মুশফিক!

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে রয়েছে বাংলাদেশ টিম। এই ম্যাচে একটি রেকর্ডের সামনে রয়েছেন জাতীয় দলের উইকেটকিপার মুশফিকুর রহিম। বড় ধরনের একটি কীর্তি তার সামনে।

হয়তো আফগানিস্তানের বিপক্ষে এই মাইলফলক ছুঁইবেন টাইগার মুশফিক!  এই সিরিজে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার সামনে সুযোগ আছে ওয়ানডেতে শীর্ষ উইকেট পাওয়া বোলার হওয়ার। এই দুই বোলারের পাশাপাশি টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমও ছুঁয়ে ফেলতে পারেন একটি মাইলফলক।

আর মাত্র ৮০ রান করলেই ওয়ানডেতে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি। এই বিশাল মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন তিনি।

উইকেটরক্ষক এ ব্যাটসম্যান ১৫৮ ম্যাচে ১৪৫ ইনিংসে ৩৯২০ রান করেছেন। বাংলাদেশ দলের দ্বিতীয় সর্বোচ্চ চারটি সেঞ্চুরি ও ২২টি হাফসেঞ্চুরির মালিক মুশফিক।

ভারতের বিপক্ষে বাংলাদেশের ফতুল্লায় মুশফিক সর্বোচ্চ ১১৭ রান করেছেন। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে দুটি এবং পাকিস্তানের বিপক্ষে একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। বাংলাদেশের হয়ে ছয়টি করে সেঞ্চুরি হাঁকিয়েছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান।

ওয়ানডেতে আর মাত্র দু’টি উইকেট পেলেই আব্দুর রাজ্জাককে টপকে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হবেন সাকিব আল হাসান।

এ সুযোগটি আছে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারও। তবে শীর্ষে যেতে মাশরাফির প্রয়োজন পাঁচ উইকেট। বর্তমানে ২০৭ উইকেট নিয়ে ওয়ানডেতে শীর্ষে আছেন আব্দুর রাজ্জাক।
২০ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে