রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬, ০২:৪৩:০২

ভাই, আমার মনটা এখন চট্টগ্রামে: মুস্তাফিজ

ভাই, আমার মনটা এখন চট্টগ্রামে: মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম এখন নিষ্প্রাণ। বিসিবির অফিসে কর্মকর্তারা আছেন। নিরাপত্তারক্ষীরা আছেন। কিন্তু প্রাণচাঞ্চল্য নেই।

এখন ক্রিকেট চলছে চট্টগ্রামে। নির্জন মিরপুরের স্টেডিয়াম। কিন্তু এই নির্জনতার মধ্যেই অ্যাকাডেমি ভবনের পাশে জিমনেসিয়ামে একজন খেলোয়াড়ের অন্তত অনুশীলনের আওয়াজ পাওয়া যায়।

কে যেনো টুকটুক করে ফিটনেস ট্রেনিং চালিয়ে যাচ্ছেন। একটু চোখ বড় বড় করে ভেতরে চাইলে বুঝনে, মুস্তাফিজুর রহমান।
হ্যা, তার সতীর্থরা যখন ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে লড়ছে, মুস্তাফিজকে তখন ইনজুরির বিপক্ষে লড়াই করতে হচ্ছে।

রোজ নিয়ম করে জিম করা, রানিং করা এবং ফিজিওর কথামতো সব ট্রেনিং করা। দিনকাল শুয়েবসে কাটাতেও পারছেন না। এমনকি এই যে টানটান উত্তেজনার চট্টগ্রাম টেস্ট চলছে, তাও টানা দেখতে পারছেন না।

হাসতে হাসতে বললেন, ‘টানা তো দেখার উপায় নেই। আমাকে ট্রেনিং করতে হচ্ছে। এটাতে একটু ফাঁকি দিলে পিছিয়ে পড়বো। তবে খবর নেই, আবার ট্রেনিং করি; আবার খবর নেই।’কথা বলতে বলতেই জিজ্ঞেস করলেন, ‘রান কতো? মুশফিক ভাই আছে উইকেটে?’

বোঝা যাচ্ছে প্রাণটা তার আনচান করছে। মনটা পড়ে আছে চট্টগ্রামে। কথাটায় একটু আপত্তি করলেন না। একটু অসহায় হয়ে বললেন, ‘মিস তো প্রতিটা মুহুর্তে করি। ওয়ানডে সিরিজে মিস করেছি। এখন টেস্টে আরও খারাপ লাগছে। কিন্তু আফসোস করে কী হবে? আমার কাজ তো ট্রেনিং করা। সেটা করছি।’

এই চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংসে ৪ উইকেট নিয়ে টেস্ট অভিষেক হয়েছিলো বাংলাদেশের সর্বশেষ সিরিজটাতেই। সেই টেস্টে বাংলাদেশকে লিডও এনে দিয়েছিলেন। মুস্তাফিজ তখন রীতিমতো চমকাচ্ছিলেন। এরপর আইপিএলে গিয়ে সেরা উদীয়মান হলেন।

ফিরে গেলেন প্রথম বাংলাদেশী হিসেবে ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি খেলতে। আশা ছিলো, ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতাটা ইংল্যান্ডের বিপক্ষে কাজে লাগাবেন। কিন্তু সেখানেই ইনজুরি, অপারেশন এবং পাচ মাসের ধাক্কা।

অবশ্য উন্নতি যা হচ্ছে, তাতে পাচ মাস আর নাও লাগতে পারে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেই ফিরে আসার তার জোর সম্ভাবনা। উন্নতি হচ্ছে, সেটা মুস্তাফিজ বেশ বড় করেই বললেন। তবে কবে ফিরবেন, তা নিয়ে কথা নেই, ‘ভালো উন্নতি হচ্ছে। আমাকে যে কাজ দেয়া হয়েছে, তা করতে পারছি সব। তবে কবে ফিরবো, কী করে বলি? এটা তো ফিজিও জানেন।’

দ্রুত ফেরার বিকল্প নেই। তরতর করে এগোচ্ছে মুস্তাফিজের ফিটনেস। তার দিকে চেয়ে আছে দল। ইংল্যান্ডেই চ্যাম্পিয়নস ট্রফি। আবার মুস্তাফিজকে বল হাতে নিতে হবে, কাটার করাতে হবে এবং বাংলাদেশকে উপলক্ষ্য এনে দিতে হবে আনন্দে ভাসার।

তার আগে এই টেস্টটা জয়ের প্রার্থনায় আছেন মুস্তাফিজ। একটু টেনশন জড়ানো গলায়ই বললেন, ‘যে জায়গাতেই থাকি, আমি তো দেশের একজন। ক্রিকেট ভালোবাসি। এই টেস্টটা জিতলে খুব ভালো হবে। সবাই চেষ্টা করছে। এখন দেখা যাক।’

সেই আশাতেই সবাই আছে, মুস্তাফিজ।-খেলাধুলা
২৩ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে