রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬, ০৩:৫০:০৪

মেজাজ হারালেন মেসি

মেজাজ হারালেন মেসি

স্পোর্টস ডেস্ক : স্টেডিয়ামের ঘটনা। শিকার হয়েছেন বোতল হামলার। এর জেরে মেজাজ হারিয়ে ফেলেন লিওনেল মেসি। মাঠে যা হয়েছে তাতে মেজাজ ঠিক রাখা আসলেই মুশকিল।

মেসির 'বিতর্কিত' প্রথম গোল, ভ্যালেন্সিয়ার পেনাল্টির আবেদনে রেফারি সাড়া না দেওয়া এবং অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে বার্সেলোনার জয়সূচক গোলের পর মেসি-নেইমারদের ওপর বোতল ছুড়ে মারে ভ্যালেন্সিয়ার সমর্থকরা।

শনিবার লা-লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৩-২ গোলে জয়ের ম্যাচে প্রতিপক্ষ সমর্থকদের এমন রোষানলে পড়ে বার্সেলোনা। ম্যাচের অতিরিক্ত সময় পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করার পর নেইমার-সুয়ারেসদের সঙ্গে উদযাপন করছিলেন মেসি।

এমন সময় একটি বোতল তার মাথা লক্ষ্য করে ছোড়া হয়। যা নেইমারের মাথায় লাগে। তৎক্ষণাৎ মাথায় হাত দিয়ে মাঠে শুয়ে পড়েন নেইমার। প্রতিপক্ষ সমর্থকদের এ হেন আচরণে শান্ত মেসিও উত্তজিত হয়ে পড়েন। গ্যালারির দিকে তেড়ে গিয়ে ভ্যালেন্সিয়া সমর্থকদের উদ্দেশ্যে কদর্য মন্তব্য করেন।

২২তম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নেওয়া মেসির গোলটি নিয়ে আপত্তি জানিয়েছিল ভ্যালেন্সিয়ার খেলোয়াড়রা। ১৬ গজ দূর থেকে শট নিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

অফসাইডে থাকা সুয়ারেস শেষ মুহূর্তে লাফ দিয়ে পায়ের নিচে দিয়ে বলটা যেতে দেন। ভ্যালেন্সিয়ার দাবি টিভি রিপ্লেতে যৌক্তিকই মনে হয়। সুয়ারেসের জন্য গোলরক্ষকের বলের পথ বুঝতে সমস্যা হয়েছে।

তাই বল স্পর্শ না করলেও অফসাইডের বাঁশি বাজানো উচিত ছিল রেফারি। রেফারি এ দাবিতে কর্ণপাত করেননি। প্রতিবাদ করে উল্টো হলুদ কার্ড দেখেন ভ্যালেন্সিয়া গোলরক্ষক দিয়েগো আলভেস।
২৩ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে