রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬, ০৫:২৯:২৪

রেকর্ড ভেঙে দিন শেষে ‘আশার আলো’ সাব্বির

রেকর্ড ভেঙে দিন শেষে ‘আশার আলো’ সাব্বির

স্পোর্টস ডেস্ক:  চট্টগ্রাম টেস্টে শনিবার ফিরে এলো প্রয়াত মঞ্জুরুল ইসলাম রানার স্মৃতি। অলরাউন্ডার সাব্বির রহমান যখন ব্যক্তিগত ৩১ রানের মাইলফলক পার করলেন, ততক্ষণে নতুন রেকর্ড গড়ে বসেছেন। অভিষেক টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসটি এখন তার দখলে।

২০০৪ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষিক্ত ক্রিকেটার হিসেবে চতুর্থ ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ইনিংসটি খেলছিলেন। ১২ বছর রানার রেকর্ড ভাঙলেন ভাঙলেন সাব্বির।

শুধু তাই নয়, হাফসেঞ্চুরিও করেছেন সাব্বির। প্রথম ইনিংসে ১৯ রানের বেশি তুলতে পারেননি। দ্বিতীয় ইনিংসেই নিজেকে ফিরে পেলেন স্বাগতিক দলের এই অলরাউন্ডার। নিজের অভিষেক টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৫০ রানের ইনিংস পার করে প্রমাণ করলেন, সাদা পোশাকেও কম যান না তিনি।

রোববার ১৪০ রানের মাথায় গুরুত্বপূর্ণ সময়ে যখন সাকিব আল হাসানকে হারায় বংলাদেশ তখনই উইকেটে আসেন সাব্বির। ইংল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য ২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে অধিনায়ক মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে ৮৭ রানের জুটি গড়েন তিনি।

জানিয়ে রাখা ভালো, বাংলাদেশের পক্ষে সাব্বির রহমান ১৪তম ক্রিকেটার যিনি তার অভিষেক টেস্টেই হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন।

২৩ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে