রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬, ০৯:১২:০৬

১ ঘণ্টার মধ্যে জাতীয় বীরে পরিণত হতে পারেন সাব্বির

১ ঘণ্টার মধ্যে জাতীয় বীরে পরিণত হতে পারেন সাব্বির

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টের ফলাফল কী হবে? বাংলাদেশ জিতবে, হারবে কিংবা টাই হবে। যা-ই হোক না কেন, ড্র হওয়ার কোন সম্ভবনা আপাতত নেই। তবে বাংলাদেশ যদি জেতে দুর্দান্ত এক টেস্টের ইতিহাস হবে সোমবার।

২০০৬ সালে ফতুল্লায় অস্ট্রেলিয়াকে কঠিন অবস্থায় ফেলে দেয়ার পর এমন প্রতিদ্বন্দ্বিতা আর সৃষ্টি করতে পারেনি বাংলাদেশ। সোমবার খেলা শুরুর এক ঘণ্টার মধ্যে সাব্বির রহমান হয়ে যেতে পারেন বাংলাদেশের জাতীয় বীর। ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট ম্যাচ নিয়ে করা প্রতিবেদনটির শেষ করেছে এভাবেই।

চট্টগ্রাম টেস্ট জিততে পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন আরও ৩৩ রান। ইংল্যান্ডের দরকার ২ উইকেট। চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৪০ রানে অলআউট হয়ে, টেস্ট জয়ের জন্য বাংলাদেশকে ২৮৬ রানের টার্গেট দেয় ইংলিশরা। সেই লক্ষ্যে দিন শেষে ৮ উইকেটে ২৫৩ রান তুলেছে বাংলাদেশ। তাই টেস্ট জিততে এখনো আরো ৩৩ রান করতে হবে টাইগারদের।

উইকেটে আছেন স্বীকৃত ব্যাটসম্যান সাব্বির রহমান। তার সংগ্রহ ৫৯ রান। তার সঙ্গী তাইজুল ইসলামের সংগ্রহ ১১ রান। তাই ১৪ মাস পর টেস্ট খেলতে নেমে ম্যাচের শেষ দিন এই দুই ব্যাটসম্যান বাংলাদেশকে জয়ের স্বাদ এনে দেবেন এমনই প্রত্যাশা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের।

কাজটা এখনও কঠিন, তবে অসম্ভব নয়। শেষ দিনে চাই ৩৩ রান, হাতে ২ উইকেট। তবে ভরসা একমাত্র সেই। দিন শেষে সেই জয়ের স্বপ্ন যেমন টিকেয়ে রাখলেন তিনি তেমনি সোমবারের সকালটাও যেন অন্যরকম দ্যুতি ছড়িয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে অন্য উচ্চতায় তুলে ধরুক!

তবে তা সম্ভব করতে পারে শুধুই সাব্বির। সেই সাব্বির, যার এটি অভিষেক টেস্ট। সেই সাব্বির, এক সময় যার পরিচয় ছিল টি-টোয়েন্টি স্পেশালিস্ট। টেস্ট ব্যাটসম্যান হিসেবে সামর্থ্য নিয়ে প্রশ্নের মধ্যেই যিনি মাথায় তুলেছেন টেস্ট ক্যাপ।

সেই সাব্বিরই অসাধারণ ব্যাট করে টিকেয়ে রখেছেন আশার আলো। লোয়ার অর্ডারদের নিয়ে চেষ্টা করছেন দলে জয়ের তরী তীরে ভেড়ানোর। টানটান উত্তেজনার টেস্ট চতুর্থ দিন শেষে দাঁড়িয়ে রোমাঞ্চকর মোড়ে।

২৩ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে