সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬, ০৪:৪২:৪৪

সাঙ্গাকারাকে টপকে গেলেন বিরাট কোহলি

সাঙ্গাকারাকে টপকে গেলেন বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক : মোহালিতে বিরাট কোহলির জাদু। কোহলির অপরাজিত ১৫৪ রানের ইনিংসের সৌজন্যে ওয়ানডে সিরিজে ২-১ এগিয়ে যায় ভারত। দেখতে দেখতে ওয়ানডে ক্রিকেটে কোহলির ২৬টা সেঞ্চুরি হয়ে গেল। খবর জিনিউজের।

১৭৪টি ওয়ানডে খেলার পর কোহলি এখন সেঞ্চুরি সংখ্যার বিচারে চার নম্বরে। কোহলির আগে এখন সনৎ জয়সূরিয়া (২৮টা), রিকি পন্টিং (৩০), শচীন টেন্ডুলকার (৪৯)। মোহালিতে সেঞ্চুরি করে সাঙ্গাকারাকে টপকে যান কোহলি।

ওয়ানডেতে সর্বাধিক সেঞ্চুরির বিচারে জয়সূরিয়া, পন্টিংকে টপকানো সময়ের অপেক্ষা কোহলির। কোহলির সামনে তারপর চ্যালেঞ্জ সচিন। ক দিন পর কোহলি ২৮-এ পড়বেন। আরও দশ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেললে ওয়ানডেতে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড গড়া অসম্ভব হবে কি! সেটাই এখন দেখার।

এদিকে, মোহালির অসাধারণ জয়ের পর বুধবার ধোনির রাঁচিতে চতুর্থ ওয়ানডে খেলতে নামছে ভারত। শেষ ম্যাচ অবধি ফেলে না রেখে নিজের শহরেই সিরিজ নিশ্চিত করতে চান ধোনি।
২৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে