সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬, ০৮:১৬:৩৫

দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশের ঘোষণা, টাইগার দলে নতুন দুই মুখ

দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশের ঘোষণা, টাইগার দলে নতুন দুই মুখ

স্পোর্টস ডেস্ক: ঢাকা টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগের স্কোয়াড থেকে বাদ পড়েছেন শফিউল ইসলাম।  তবে আগের স্কোয়াড ১৪ জনের হলেও এবার সেটি ১৫ জনের স্কোয়াডে রূপ নিয়েছে। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন শুভাশিষ রায় ও মোসাদ্দেক হোসেন সৈকত।  

টেস্টে নতুন মুখ হলেও ওয়ানডেতে অভিষেক হয়েছে মোসাদ্দেকের।  আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দলে সুযোগ পান তিনি।  এর আগে গত জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক হয়েছিল মোসাদ্দেক হোসেন সৈকতের।

উল্লেখ্য, আগামী ২৮ অক্টোবর শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।  মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেটি। ইতোমধ্যে প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।  

ঢাকা টেস্টের স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক সৌরভ,  সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, সৌম্য সরকার, শুভাগত হোম চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, সাব্বির রহমান রুম্মন, মোসাদ্দেক হোসেন সৈকত ও শুভাশিষ রায়।
২৪ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে