সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬, ১১:৪১:৪৯

ওয়েস্ট ইন্ডিজকে বিপদে রেখে জয়ের পথে পাকিস্তান

ওয়েস্ট ইন্ডিজকে বিপদে রেখে জয়ের পথে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের সামনে ৪৫৬ রানের বিশাল লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় পাকিস্তান। সেই অসম্ভব লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে খুব খারাপ করেনি ক্যারিবিয়ানরা। তবে আবু ধাবি টেস্টের চতুর্থ দিন শেষে পাকিস্তানই চালকের আসনে রয়েছে। টেস্টের শেষ দিন জিততে হলে ৬ উইকেট হাতে নিয়ে আরো ২৮৫ রান করতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। অন্যদিকে প্রতিপক্ষের ৬ উইকেট তুলে নিতে পারলেই ম্যাচ ও সিরিজ জিতে নেবে মিসবাহ-উল হকের দল।

আবু ধাবি টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তান ৪৫২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। সেটির জবাবে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ পাক বোলারদের তোপের মুখে পড়ে মাত্র ২২৪ রানেই গুটিয়ে যায়। ২২৮ রানের বিশাল লিড নিয়ে ব্যাটিংয়ে নামা পাকিস্তান ২ উইকেটে ২২৭ রান তোলে ইনিংস ঘোষণা করলে ওয়েস্ট ইন্ডিজের সামনে ৪৫৬ রানের প্রায় অসম্ভব লক্ষ্যমাত্রা দাঁড়ায়। সেই লক্ষ্যে ব্যাটিংয়ে নামা ক্যারিবিয়ানরা চতুর্থ দিন শেষে ৪ উইকেটে ১৭১ রান করেছে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে জার্মেইন ব্লাকউড ৪১ ও রোস্টন চেইজ ১৭ রান নিয়ে অপরাজিত রয়েছেন। লিওন জনসন (৯), ড্যারেন ব্রাভো (১৩) ও মারলন স্যামুয়েলস (২৩) ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও ওপেনার ব্রাফেট ৬৭ রানের দারুণ ইনিংস উপহার দেন।

দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের হয়ে ইয়াসির শাহ দুটি এবং মোহাম্মদ নওয়াজ ও রাহাত আলি নেন একটি করে উইকেট। সোহেল খান কোনো উইকেট না পেলেও দুর্দান্ত পেস ও ইয়র্কারে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের যথেষ্ট ভোগান্তি উপহার দিয়েছেন।

৪৫৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ দলীয় ২৮ রানের মাথায় জনসন এবং দলীয় ৬৩ রানের মাথায় ব্রাভোকে হারিয়ে বেশ বিপাকে পড়ে যায়। তৃতীয় উইকেটে ব্রাফেট ও স্যামুয়েলস মিলে ৬১ রানের জুটি গড়ে প্রাথমিক বিপদ সামলান।

তবে ১১২ থেকে ১২৪- এই ১২ রানের ব্যবধানে স্যামুয়েলস ও ব্রাফেটকে আউট করে পাকিস্তানকে ম্যাচের পুরো লাগাম এনে দেন নওয়াজ ও ইয়াসির। তবে এরপর ব্লাকউড ও চেইজ মিলে ৪৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে স্বস্তি ফিরিয়ে আনেন।

এর আগে সোমবার ১ উইকেটে ১১৪ রান নিয়ে ব্যাটিংয়ে নামা পাকিস্তান প্রথম সেশনে ২৩ ওভারে আজহার আলির উইকেট হারিয়ে ১১৩ রান তোলে। লাঞ্চ বিরতির পর আর ব্যাটিংয়ে না নেমে ওয়েস্ট ইন্ডিজের সামনে ৪৫৬ রানের বিশাল লক্ষ্যমাত্রা ছুড়ে দেন মিসবাহ।
২৪ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে