মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬, ০৮:৩৮:৩২

ফুটবল নিয়ে ‘কারিকুরি’ দেখানো সেই হালিম ডেইলি মেইলকে যা বলেছেন

ফুটবল নিয়ে ‘কারিকুরি’ দেখানো সেই হালিম  ডেইলি মেইলকে যা বলেছেন

স্পোর্টস ডেস্ক: ফুটবল নিয়ে কারিকুরি দেখানোই মাগুরার আবদুল হালিমের কাজ। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোরা বল পায়ে জাদু দেখান। আর ফুটবল মাথায় নিয়ে জাদু দেখাতে বেশ পারদর্শী হালিম। ২০১২ সালে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।

বল মাথায় নিয়ে সাইকেল চালাতে পারেন। সাঁতার কাটতে পারেন। দৌড়াতে পারেন। মাথায় বল নিয়ে রোলার স্কেটিং করে ১০০ মিটার দূরত্ব ছুটে যান মাত্র ২৭ দশমিক ৬৬ সেকেন্ডে! এর জন্য চলতি বছরের এপ্রিল গিনেসের সনদও হাতে পেয়েছেন।


মাগুরার এই হালিমকে নিয়ে ডেইলি মেইল একটি প্রতিবেদন প্রকাশ করেছে। লিখেছে এভাবে, ‘দারুণ ভারসাম্য! এমন একটি লোকের সঙ্গে সাক্ষাৎ করুন, যিনি কিনা মাথায় ফুটবল নিয়ে ভারসাম্য রক্ষা করতে পারেন- যখন তিনি সাইকেল চালান, সাঁতার কাটেন, দৌড়ান কিংবা রোলার স্কেটিং করেন।’

কোনো অর্থের জন্য নয়, দেশের মুখ উজ্জ্বল করার জন্যই ফুটবল-কসরত করছেন হালিম। বলেন, ‘জানি, এটা আমাকে সম্পদশালী করেনি। তবে এটা আমি দেশের জন্য করছি। দেশের জন্য কিছু অর্জন করতে চাই। লোকজন বলতো, আমি নাকি মন্দের ভালো। তারা ভাবতো যে, আমি সময় নষ্ট করছি। এটা আমাকে কষ্ট দিতো। কিন্তু এখন তাদেরকে ভুল প্রমাণ করেছি।
২৫ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে