শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:২৬:১৯

কেলেঙ্কারির কারণে যে শাস্তি দেয়া হতে পারে শাহাদাতকে

কেলেঙ্কারির কারণে যে শাস্তি দেয়া হতে পারে শাহাদাতকে

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের পেস বোলার শাহাদাত হোসেন যখন পালিয়ে বেড়াচ্ছেন তখন নানা ইস্যুতে আলোচনার শীর্ষে থাকছেন তিনিই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড শাহাদাত সম্পর্কে জানিয়েছে অনেক কিছুই। ক্রিকেটের বাইরের ঘটনায় অভিযুক্ত বলে ক্রিকেটে অংশ নিতে আইনগত বাধা না থাকলেও রেহাই মিলছে না শাহাদাতের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে ক্রিকেটার শাহাদাত হোসেন রাজিব জঘণ্য অপরাধ করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিসিপ্লিনারি বিভাগের চেয়ারম্যান শেখ সোহেল উচ্চারণ করেছেণ তাকে শাস্তি দেয়ার বিষয়টিও।

তার মতে শাহাদাত ক্ষমা করার মত কোনো লঘু অপরাধ করেননি। তিনি জানান, তাকে বেশ কয়েকটি ম্যাচ মাঠের বাইরে রাখার মত শাস্তি দেয়া হতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিটিংয়ে শাহাদাতের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। শাহাদাতের বিষয়ে মামলা হয়েছে। পুলিশ মামলা নিয়ে তদন্ত করছে। অন্যদিকে তাকে গ্রেফতারের চেষ্টাও অব্যাহত রেখেছে পুলিশ।

একদিকে বিসিবি কি সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আইনি প্রক্রিয়া কোন দিকে যায় এ নিয়ে ধোঁয়াশা বিরাজ করছে চরমে। তবে ধারনা করা যায় কেলেঙ্কারিতে জড়িয়ে রুবেল হোসেন ভাগ্যক্রমে রেহাই পেলেও করুণ পরিণতি হতে পারে শাহাদাত হোসেন রাজিবের।
১১ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে