শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:২৬:২৪

যাওয়ার বেলায় যা বলে গেলেন ক্রুইফ

যাওয়ার বেলায় যা বলে গেলেন ক্রুইফ

স্পোর্টস ডেস্ক: দীর্ঘদিন ধরে বাংলাদেশের ফুটবল উন্নয়নে কাজ করেছি। এতদিন ধরে আছি। ফুটবল উন্নয়নে নানাভাবে নিজের মেধা প্রয়োগ করেছি। আমি কী করেছি তা সবাই জানে। বাফুফে ও আমার মধ্যে এবার পার্থক্য দেখা দিয়েছে। ব্যবধানও বেড়েছে। তাই এখন সম্পর্ক ছিন্ন। দু’দিকের বোঝাপড়ায় সম্পর্ক ছিন্ন হয়েছে। আমার লক্ষ্য ছিল বাংলাদেশের ফুটবলকে ভালো জায়গায় নিয়ে যাওয়া। শূন্য থেকে শুরু করেছি। সেটা একটা পর্যায়ে গ্রহণযোগ্য জায়গায় এসে পৌঁছেছে। বিশ্বে নতুন করে পরিচিতি পেয়েছে।

দলে তরুণ খেলোয়াড় এসেছে। তা প্রায় ৮০ ভাগ বলতে পারেন। হেমন্ত, জুয়েল, ইয়াসিনের মতো খেলোয়াড় এসেছে। এটি ভালো দিক। আমার সঙ্গে সম্পর্কে ছিন্ন করার পর বাফুফে নতুন করে ইতালির কোচ বাছাই করেছে। সেই অধিকার তাদের রয়েছে। তবে আমি মনে করি ভবিষ্যতে আবারও দেখা হতে পারে।
১১ প্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে