শুক্রবার, ০২ ডিসেম্বর, ২০১৬, ০৫:৩০:৩৮

মাশরাফির অলরাউন্ডার কেরামতিতে উড়ে গেল খুলনা

মাশরাফির অলরাউন্ডার কেরামতিতে উড়ে গেল খুলনা

স্পোর্টস ডেস্ক: অলরাউন্ডার মাশরাফি বিন মুর্তজা বল হাতে আগে নিলেন ৩ উইকেট। ৪ ওভারে রান দিলেন মোটে ১৬। এরপর ব্যাটকে তরবারি বানিয়ে নেমে পড়লেন ৫ নম্বরে ব্যাট করতে।

১১ বলে ৩ ছক্কায় ২০ রান দিয়ে গেলেন। এর সাথে মারলন স্যামুয়েলসের দায়িত্ব নেওয়া ৫৭ বলে ৬৯ রানের হার না মানা ইনিংস যোগ হয়। তাতে খুলনা টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে এবারের বিপিএলে টানা তৃতীয় ম্যাচ জিতল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এই আসরের শুরুতে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা টানা হেরেছে। শেষের দিকে এসে টানা জিতছে। যদিও শেষ চারে খেলার আশা নেই। শিরোপা ধরে রাখার সুযোগ নেই। তবে হেরে যাওয়ায় মাহমুদ উল্লাহদের পয়েন্ট তালিকার সেরা দুইয়ে থেকে প্লে অফে যাওয়ার বিষয়টি ধাক্কা খেল। এই ম্যাচে অবশ্য প্রথম পর্বে হারের শোধও নিল কুমিল্লা।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুক্রবারের প্রথম ম্যাচে টস হেরে ৬ উইকেটে ১৪১ রান করেছিল খুলনা। জবাবে, ১৮.৪ ওভারে ৫ উইকেটে ১৪২ রান করে জয় তুলে নেয় কুমিল্লা। ১১ ম্যাচে ১২ পয়েন্টই রইল খুলনার। সমান ম্যাচে কুমিল্লার পয়েন্ট ৮।
০২ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে