শুক্রবার, ০২ ডিসেম্বর, ২০১৬, ০৯:০৫:০০

পাকিস্তানি ক্রিকেটে আমিরকে নিয়ে আবারো বিতর্কিত ইস্যু

পাকিস্তানি ক্রিকেটে আমিরকে নিয়ে আবারো বিতর্কিত ইস্যু

স্পোর্টস ডেস্ক: পেসার মোহাম্মদ আমির ইস্যু একটু একটু করে বড় হচ্ছে পাকিস্তানে। বিতর্কিত বোলারকে নিয়ে আবার উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি।

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস সিরিজে আমিরের ক্যাচ পড়েছে। তা নিয়ে খোলাখুলি কথা বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে কথা শুনেছেন নাকি। আবার এই বিষয় মিডিয়ায় ছড়িয়েছে বিতর্ক।

আর এবার পাকিস্তানের ইতিহাসের সেরা লেগ স্পিনার আব্দুল কাদির আমির ইস্যুতে মুখ খুললেন। তার দাবি, অন্যায় ভাবে পাকিস্তান দলে রাখা হচ্ছে আমিরকে।

কাদির বলছেন, স্পট ফিক্সিংয়ের ৫ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর আমির টেস্টে আহামরি কোনো পারফরম্যান্স দেখাননি। তারপরও তাকে বাদ দেওয়ার বদলে দলে রেখে অন্যদের ওপর অন্যায় করছেন পাকিস্তানের নির্বাচকরা।

সাবেক প্রধান নির্বাচক কাদির বলেছেন, "নির্বাচকরা আমিরকে অন্যায় সুবিধা দিয়ে অন্য ফাস্ট বোলারদের ক্যারিয়ার ধ্বংস করছে। আমির ফেরার পর থেকে দেখছি। সে তো প্রত্যাশা মেটাতে পারছে না।

" কাদিরের দাবি, আমির ও আসিফ যখন স্পট ফিক্সিংয়ে নিষিদ্ধ হলেন তখন উমর গুল, মোহাম্মদ জুনায়েদের মতো বোলাররা পাকিস্তানের বোলিং আক্রমণকে ধারালো রেখেছেন। কিন্তু এখন সেই তাদেরই উপেক্ষা করা হচ্ছে।

২৪ বছরের আমির নিষেধাজ্ঞা থেকে ফেরার পর ৮ টেস্টে ২৫ উইকেট নিয়েছেন। তার গড় ৩৭। সুবিধার নয়। এদিকে, হ্যামিল্টন টেস্টে ৩টি ক্যাচ পড়ে আমিরের বলে।

তাতে মিডিয়ার কাছে আমির মন্তব্য করেন, এভাবে ক্যাচ পড়লে বোলারের ওপর প্রভাব পড়ে। এরপর পাকিস্তানের মিডিয়ায় রটে যায় এই কথার জন্য পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট সতর্ক করেছে আমিরকে।

এটা রটার পর টিম ম্যানেজমেন্ট বিবৃতি দিয়ে জানায় আমিরকে কোনোভাবেই সতর্ক করেনি তারা। এভাবেই বিতর্কে ঢুকে পড়া আমির এখন পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের আক্রমণের মুখেও পড়ছেন।

০২ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে