শুক্রবার, ০২ ডিসেম্বর, ২০১৬, ০৯:১৪:৫৯

মাহমুদউল্লাহর অনুরোধেই ছক্কা মেরেছিলেন মাশরাফি!

মাহমুদউল্লাহর অনুরোধেই ছক্কা মেরেছিলেন মাশরাফি!

স্পোর্টস ডেস্ক:ম্যাচ শেষে সবার আগে সংবাদ সম্মেলনে ঢুকলেন খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার একটু পেছনেই ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক মাশরাফি।

গেট দিয়ে ঢুকতে ঢুকতেই মাশরাফি বললেন আজ একসঙ্গে সংবাদ সম্মেলন করব! রিয়াদও পাশে ফিরে হাসি মাখা উত্তরে বললেন অবশ্যই, একসঙ্গেই করব।

মাশরাফির রসিকতা তখনো চলছে, উপস্থিত সাংবাদিকদের মাশরাফি বললেন, ‘বিপিএল দেখতে দেখতে আপনারা বিরক্ত হয়ে গেছেন। তাই নতুন কিছু করা!’ মাশরাফির কথা অনুয়ায়ী এভাবেই শুরু হলো সংবাদ সম্মেলন।

মাশরাফির দেখাদেখি দলের দুই মিডিয়া ম্যানেজারও আজকের জন্য দায়িত্ব বদল করে নিলেন। খুলনার ম্যানেজার হয়ে গেলেন কুমিল্লার, আর কুমিল্লার ম্যানেজার হয়ে গেলেন খুলনার!

সংবাদ সম্মেলনের শুরুতে প্রথমে মাশরাফি সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তর দিলেন। মাশরাফির পর্ব শেষ হতেই মাহমুদউল্লাহ যখন ম্যাচ হারের কারণসহ নানান প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তখনই সেখানে ঢুকে গেলেন মাশরাফি!

অবশ্য ঢুকে যাওয়ার যথেষ্ট কারণও আছে। এইদিন কুমিল্লার স্কোরবোর্ডে চারটি ছক্কার তিনটিই মেরেছেন মাশরাফি। যার দুটি আবার মাহমুদউল্লাহ রিয়াদের ওভারে।

সবমিলিয়ে তাই মাহমুদউল্লাহর বোলিং প্রসঙ্গ আসতেই নাক গলাতে বিন্দুমাত্র ভুল করেননি মাশরাফি। হাসতে হাসতে বলেছেন, ‘ও (রিয়াদ) আমাকে যতটুকু বলেছে ততটুকুই মেরেছি। বল হাতে নেওয়ার সময় বলে, দুইটার বেশি মাইরেন না। দলকেতো কিছু দিতে হবে…এই জন্য দুইটা মেরে দেখিয়েছি!’

মাহমুদউল্লাহর ওভারের প্রথম বলে স্ট্রেইট এবং পঞ্চম বলে ডিপ মিড উইকেটের উপর দিয়ে বিশাল ছক্কা মারেন মাশরাফি। আর তাতেই রানরেট বেড়ে যায় কুমিল্লার।

মাশরাফির কথা শেষ হওয়ার পরেই একগাল হেসে মাহমুদউল্লাহ বললেন, ‘অনুশীলনে আমাকে মাশরাফি ভাই সব সময়ই ভালো মারেন। আজকে আমি চেষ্টা করেছিলাম ওয়াইড ইয়র্কার করতে। কিন্তু পারিনি। তারপরও উনি ভালো সামর্থ্য দেখিয়ে ছয় মেরেছেন।-বাংলা ট্রিবিউন
০২ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে