শনিবার, ০৩ ডিসেম্বর, ২০১৬, ০৮:৪১:৪৭

সাব্বিরের রাজশাহীর সামনে আজ তামিমের চিটাগং

সাব্বিরের রাজশাহীর সামনে আজ তামিমের চিটাগং

স্পোর্টস ডেস্ক: সাব্বিরের রাজশাহীর সামনে আজ তামিমের চিটাগং। একেএস বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৬’র ২য় ম্যাচে মুখোমুখি হচ্ছে চিটাগং ভাইকিংস, এবং, রাজশাহী কিংস। পয়েন্ট টেবিলে চিটাগং ভাইকিংস ১২ পয়েন্ট নিয়ে আছে ২য় স্থানে,  এবং ১০ পয়েন্ট নিয়ে রাজশাহী কিংস আছে ৪র্থ স্থানে।

ম্যাচটি আজ সন্ধ্যায় পৌনে ছয়টায় মিরপুর শেরেবাংলা  জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ঢাকার সাথে হেরে চিটাগং কিছুটা পিছিয়ে পড়েছে, তবে প্লে অফে জায়গা ধরে রাখতে মরিয়া হয়েই মাঠে নামবে চিটাগং। তামিম, গেইল, স্মিথ, বিজয়, শোয়েব মালিক আছেন ব্যাট করে ঝড় তুলতে। নাজমুল হোসেন মিলন, জাকির হাসান, গ্র্যান্ট ইলিয়টরা সুযোগ পেলে নিজের জাত চেনাতে সক্ষম।

অলরাউন্ডার মোহাম্মদ নবি ব্যাটিং বোলিং দুই বিভাগেই দারুণ পারফর্ম করছেন। তাসকিন, শুভাশীষ, সাকলাইন সজীব, মিলসকে নিয়ে গড়া ভাইকিংসের বোলিং লাইন আপ ধারাবাহিক ভালো বল করছে। ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ২য় স্থানে থাকা চিটাগং ভাইকিংস ম্যাচটা জিতে নিলে বেশ নির্ভার হয়ে প্লে অফে খেলার প্রস্তুতি নিতে পারবে।

জয়ের ধারা থেকে হঠাৎ হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে রাজশাহী, সাথে যোগ হয়েছে কিছু বিতর্ক। স্যামির নেতৃত্বে দলের ভারসাম্যপূর্ণ পারফরম্যান্স ছিলো উপভোগ্য। ১০ পয়েন্ট নিয়ে বর্তমানে শীর্ষ চারে থাকলেও এই ম্যাচে হারলে এই অবস্থান হাতছাড়া হয়ে যেতে পারে, যদি দিনের ১ম ম্যাচে রংপুর রাইডার্স হারিয়ে দেয় বরিশাল বুলসকে।

মমিনুল, সাব্বির, স্যামি ব্যাটিংয়ে দুর্দান্ত কিছু ইনিংস উপহার দিয়েছেন, এবারের বিপিএল-এর এখন পর্যন্ত একমাত্র সেঞ্চুরি করা সাব্বির রহমান আছেন রাজশাহী কিংসে। মিরাজ, ফরহাদ রেজা, সামিত প্যাটেল ব্যাট হাতে কার্যকরী ব্যাটিং করছেন। বোলিংয়ে আবুল হাসান রাজু, মোহাম্মদ সামি, ফরহাদ রেজা বেশ চতুরতার পরিচয় দিয়ে প্রতিপক্ষকে চমকে দিচ্ছেন। মিরাজ, সামিত প্যাটেল, নাজমুল হোসেন অপুর স্পিন বোলিংটাও দারুণ ভোগাচ্ছে ব্যাটসম্যানদের।

ম্যাচটা দুই দলের জন্যেই একরকম বাঁচা মরার লড়াই। নিজেরা না জিতলে প্লে অফে টিকে থাকতে হলে অন্যদের ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে। তামিম-গেইলের চিটাগং যেমন চাইবে নিজেদের পারফরম্যান্স দিয়ে দলকে প্লে অফে তুলে দিতে, সাব্বির-মমিনুল-স্যামির রাজশাহী কিংসও ছাড় দেবে না। জমে ওঠা বিপিএল-এর এবারের আসরে তাই সুযোগ থাকছে আরো একটি উত্তেজনায় ঠাসা ম্যাচ দেখার।
৩ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে