বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১৭, ০৩:০০:১৯

ওয়েলিংটনে বাংলাদেশ-নিউজিল্যান্ডের ম্যাচ চলাকালে বাতাসের জোরে একজন আহত

ওয়েলিংটনে বাংলাদেশ-নিউজিল্যান্ডের ম্যাচ চলাকালে বাতাসের জোরে একজন আহত

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের ওয়েলিংটনে চলছিলো বাংলাদেশ-নিউজিল্যান্ডের লড়াই। বাতাস এড়িয়ে মাঠে কাজ করতে হিমশিম খায় কর্মীরা। বেসিন রিজার্ভে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্টের প্রথমদিন বাতাসের দাপট দেখা দেয় দারুণভাবে।

এক ক্যামেরা-অপারেটর বাতাসের ধাক্কায় পড়ে যেয়ে আহত হয়েছেন। বাতাসের সঙ্গে এদিন থেকে থেকে বৃষ্টি নামে। যার কারণে পুরো ওভার খেলা সম্ভব হয়নি। ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ দিন শেষ করেছে ১৫৪ রান নিয়ে।

ঘটনাটি দ্বিতীয় সেশনের। কলিন ডি গ্রান্ডহোমের একটি বাউন্সার বাতাসে ভেসে মাঠের দক্ষিণ দিকে যায়। ওখানে মাচার মতো জায়গায় ক্যামেরা চালাচ্ছিলেন একজন কর্মী। ঠিক সেই সময় জোরে বাতাস শুরু হয়। ওই কর্মী নিজেকে সামলাতে যেয়ে বাতাসের ধাক্কায় বেসামাল হয়ে পড়েন।

মাঠের ভেতরও বাতাসের এই বাগড়া চোখে পড়েছে। আম্পায়ার মারাইস ইরাসামস এবং পল রিফিল তাদের হ্যাট মাথায় রাখতে হিমশিম খাচ্ছিলেন। বারবার হাত উপরে তুলে টুপি ঠিক করতে হয় তাদের। একবার বৃষ্টি থেমে গেলে কর্মীরা কাভার উঠাতে যেয়েও বাতাসের তোড়ে পড়েন। কাভারসহ একজন বেশ কিছুদূর ভেসে যান।

বাতাসের এমন ‘খেলা’ ২০১০’র স্মৃতি সামনে নিয়ে আসছে। সেবার এই মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে নেমেছিল কিউইরা। মাঠের কভার পালকের মতো উড়ে গিয়ে ক্যামেরার ওপর পড়লে এক কর্মী গুরুতর আহত হন।
১২ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে