শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭, ১২:৩২:৪৬

৫০ বছর বয়সেও আমি ক্রিকেট খেলবো: গেইল

৫০ বছর বয়সেও আমি ক্রিকেট খেলবো: গেইল

স্পোর্টস ডেস্ক: ক্যারিবীয়ান রাজকুমার ক্রিস গেইলের বর্তমান বয়স ৩৭। তবে তিনি এবার ঘোষণা দিলেন, ‘৫০ বছর বয়সেও ২২ গজে নামবেন তিনি।’ মূলত মেয়ের জন্যই বয়সের হাফসেঞ্চুরি হওয়া পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে চান গেইল। আগামী বছর টেস্ট ক্রিকেটে ফেরার পরিকল্পনাও করছেন তিনি।

২০১৪ সালের সেপ্টেম্বর থেকে কোনও টেস্ট ম্যাচ খেলা হয়নি আত্মঘোষিত সর্বকালের অন্যতম সেরা এ ক্রিকেটারের। বেছে নিয়েছে টি-টোয়েন্টিতে ফেরারি হওয়ার। বিশ্বের আনাচে কানাচে খেলে যাচ্ছেন ক্রিকেটের ছোট সংস্করণে। রেকর্ড ৯ হাজার ৭৭৭ রান ঝুলিতে তার। এবার গেইলের ভক্তরা আরও এক দশক তার ঝড় দেখার প্রত্যাশা করতে পারেন। শনিবার এক আলাপচারিতায় এ তারকা বলেছেন, ’৫০ বছর বয়সেও আমি ক্রিকেট খেলবো। তাকে (মেয়ে) আমার খেলা দেখাতে চাই। আমি চাই সে স্ট্যান্ডে বসে বাবার ক্রিকেট খেলা দেখুক। আমি সত্যিই চাই যে সে একদিন আমার খেলার দর্শক হোক।’ বয়সকে শুধু একটা সংখ্যা দিয়ে দেখতে চান গেইল, ‘বয়স হলো একটা সংখ্যা।’ কিন্তু শরীরটাকে ঠিক রাখা চাই। এজন্য খাদ্যাভ্যাস ভালোভাবে মেনে চলবেন তিনি এবং নিজের লক্ষ্য ঠিক রাখবেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে খ্যাতি কুড়ালেও টেস্টে দেশের অন্যতম সফল ব্যাটসম্যান গেইল। ১০৩ টেস্টে ১৫ সেঞ্চুরি নিয়ে ৭ হাজার ২১৪ রান করেছেন। আছে জোড়া ট্রিপল সেঞ্চুরি। কিন্তু বোর্ডের সঙ্গে বনিবনা না হওয়ায় গত আড়াই বছর ধরে টেস্টে নেই তিনি। তাই বলে অবসরের চিন্তা মাথায় নেই গেইলের, ‘আমি আবার খেলব। টেস্ট ম্যাচে আমি ৪০০ রান করতে চাই। দুইবার ট্রিপল সেঞ্চুরি করেছিলাম। আমি মনে করি এটাকে চারশতে নিতে পারব।’ অনেকেই তার টেস্ট ক্রিকেটে ফেরা চান বলেই অবসরের ঘোষণা দিতে চান না গেইল। সূত্র- ফক্সস্পোর্টস
২১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে