শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭, ০৬:৫০:০৫

ভারত ক্রিকেট বোর্ডর সভাপতি হলেন সৌরভ, সৌজন্যে উইকিপিডিয়া

ভারত ক্রিকেট বোর্ডর সভাপতি হলেন সৌরভ, সৌজন্যে উইকিপিডিয়া

স্পোর্টস ডেস্ক: ইডেনে খেলতে ভারত ও ইংল্যান্ড সিরিজ। আর এদিকে এক আশ্চর্য খবর প্রকাশ্যে এল। সুপ্রিম কোর্ট-লোধা কমিটির সুপারিশকে বুড়ো আঙুল দেখিয়ে ভারত ক্রিকেট বোর্ডর সভাপতি হয়ে গেলেন দেশটির সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি!

গত ৩ জানুয়ারি অনুরাগ ঠাকুরকে বোর্ড থেকে অপসারিত করা হয়। এরপর বোর্ডকর্তাদের এত সমীকরণ। এর মাঝে কখন বোর্ড সভাপতির পদে বহাল হয়ে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ! আর BCCI-র প্রধান দপ্তর মুম্বই নয়, কলকাতা। এত বড় খবর, অথচ কেউ জানতেও পারল না ? উইকিপিডিয়ার এই ভুল তথ্যে ক্রিকেটবিশ্ব এখনো বিভ্রান্ত।

উইকিপিডিয়া সুস্পস্ট প্রমাণ মেলে বোর্ডের সভাপতির পদে নির্বাচিত হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু নির্বাচন হল কোথায় ? গত ৩ জানুয়ারি, বোর্ডের সভাপতি পদ থেকে অপসারিত করা হয়েছে অনুরাগ ঠাকুরকে। সরে যেতে হয়েছে বোর্ডের অন্য শীর্ষকর্তাদেরও। রাজ্য ক্রিকেট সংস্থাতেও হয়েছে আমুল পরিবর্তন। কিন্তু উইকিপিডিয়ার মতে, গত ১৯ জানুয়ারি বোর্ডের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সৌরভ। শুধু এটুকুই নয়, মুম্বই থেকে বোর্ডের প্রধান দপ্তর সরিয়ে আনা হয়েছে কলকাতাতে। খবর প্রকাশ্যে আসতে টনক নড়ে যায় ক্রিকেট কর্তাদেরও।

গত ১৯ জানুয়ারি বোর্ড সভাপতি হিসেবে প্রথমবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম দেখা যায় উইকিপিডিয়ায়। এরপর আজ মোট ১০ বার বোর্ডের উইকিপিডিয়ার পেজ সম্পাদিত হয়েছে। সৌরভের নাম আর নেই। সম্পাদনা করে এবার সেই জায়গায় এসে গেছে অন্য নাম।

এখনও সর্বোচ্চ আদালত ও লোধা কমিটির নির্দেশ মতো বোর্ডের প্রশাসন তৈরি করার পদ্ধতি চলছে। কিন্তু এর মাঝে উইকিপিডিয়ায় এই তথ্য সামনে আসায় নতুন করে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি ক্রিকেট বিশেষজ্ঞদের। এতে সুপ্রিম কোর্টেরও অবমাননা হচ্ছে বলে দাবি বিশিষ্ট আইনজীবীদেরও।
২১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে