রবিবার, ২২ জানুয়ারী, ২০১৭, ০৪:১৪:১৭

আবারো বিশ্ববাসীকে ব্যাটিং তাণ্ডব দেখালেন মুস্তাফিজ ভক্ত ওয়ার্নার

আবারো বিশ্ববাসীকে ব্যাটিং তাণ্ডব দেখালেন মুস্তাফিজ ভক্ত ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক: আইপিএল নবম আসরে বাংলাদেশি পেসার মুস্তাফিজের গুরু দায়িত্ব পালন করেছিলেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। আসন্ন আইপিএল টুর্নামেন্টেও টিম হায়দ্রাবাদে মুস্তাফিজের অধিনায়ক আগের ওয়ার্নারই।

মোট কথা, হায়দ্রাবাদ টিমে মুস্তাফিজকে সবথেকে বেশি বুঝেন ওয়ার্নারই। টি-টোয়েন্টি ক্রিকেটে মুস্তাফিজের ক্যারিশম্যাটিক বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে ধুমধাড়াক্কা ঝড়ে তুলে দলকে চ্যাম্পিয়ন করেন ওয়ার্নার। টি-২০ ক্রিকেটের পর এবার নিজ দেশের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচেও ব্যাটিং তাণ্ডব দেখালেন মুস্তাফিজ ভক্ত সেই ওয়ার্নার।

সিডনিতে চার ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সফরকারী পাকিস্তানের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৫৩ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। এদিন পাক ব্যাটসম্যান বোলারদের দিশেহারা করে ১৩০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন অজি ওপেনার ওয়ার্নার।

ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৫৩ রান তুলেছে স্বাগতিকরা। জয়ের জন্য সফরকারী পাকিস্তানকে ৩৫৪ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছে স্টিভেন স্মিথের দল।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ। ব্যাটিং নেয়ার সিদ্ধান্ত যে মোটেও ভুল হয়নি তা পুরোপুরি প্রমাণ করে দিয়েছেন তিনি। দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন ওয়ার্নার (১৩০)। তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি। ১১৯ বলে ১৩০ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি; যা সমৃদ্ধ ১১টি বাউন্ডারি আর ২টি ছক্কায়।

সেই সঙ্গে দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন গ্লেন মেক্সয়েল (৭৮)। তুলে নেন ক্যারিয়ারের ১৫তম হাফ সেঞ্চুরি। তার এই ৭৮ রানের ইনিংসটিতে ছিল ১০টি চার ও ১টি ছক্কার মার। তাছাড়াও দলের পক্ষে স্মিথ ৪৯ এবং হেড ৫১ রান করেন।
২২ জানুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে