রবিবার, ২২ জানুয়ারী, ২০১৭, ০৫:৫২:৪৩

সানি অন্যায় করলে ওকে শাস্তি পেতেই হবে: আকরাম খান

সানি অন্যায় করলে ওকে শাস্তি পেতেই হবে: আকরাম খান

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাঁ-হাতি স্পিনার আরাফাত সানিকে গ্রেফতার করা হয়েছে। তথ্যপ্রযুক্তি আইনে রোববার সকালে তাঁকে সাভারের আমিনবাজার এলাকা থেকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

জানা গেছে এক তরুণীর মামলা ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই ৩০ বছর বয়সী সানিকে গ্রেফতার করা হয়েছে। গত পাঁচ জানুয়ারি সানির বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।

কথিত স্ত্রীর দায়ের করা মামলায় রোববার একদিনের রিমান্ডে নেয়া হয়েছে তাকে। নাসরিন সুলতানা নামের এক তরুণীর অভিযোগ এবং সানির এমন হঠাৎ জেলে যাওয়া নিয়ে এখন সরগরম ক্রিকেটাঙ্গন।

এমনকি সোশাল মিডিয়াতেও চলছে নানা তর্ক-বিতর্ক। ‘ধুম্রজাল’ ছড়ানো এমন খবরে বিব্রত ক্রিকেট বোর্ড, সাবেক ক্রিকেটাররা। এমনকি অনেকে সানির গ্রেফতার নিয়েও প্রশ্ন তুলেছেন!

পুরো ঘটনাটি বুঝতে চেষ্টা করছেন অনেকেই। তাদেরই একজন আকরাম খান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান প্রসঙ্গটা এড়িয়ে যেতে পারলেই যেন বাঁচেন। রোববারের আলোচিত এই ঘটনা নিয়ে পরিবর্তন ডটকমকে তিনি বলছিলেন, দেখুন এটা আরাফাত সানির ব্যক্তিগত ব্যাপার।

এখানে বিসিবির কেউ একজন হিসেবে আমি কথা বলতে চাই না। তবে সাবেক একজন ক্রিকেটার হিসেবে বলি- সানি অন্যায় করলে ওকে শাস্তি পেতেই হবে। অপরাধের মাশুল গুনবে এটাই স্বাভাবিক। তবে পুরো ঘটনাটি আগে বুঝে নিতে হবে। আমার মনে হয় এটা আইনের হাতে ছেড়ে দেয়াটাই যৌক্তিক।
২২ জানুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে