শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৭, ০৭:০৫:৪৪

বৃষ্টির পর পাকিস্তান সুপার লিগে চলছে তামিমের ব্যাটিং তাণ্ডব

বৃষ্টির পর পাকিস্তান সুপার লিগে চলছে তামিমের ব্যাটিং তাণ্ডব

স্পোর্টস ডেস্ক: ৩ ওভার ৪ মোকাবেলা করার পর শারজা ক্রিকেট স্টেডিয়ামে হঠাৎ বৃষ্টি হানা দিলেও এখন আর বৃষ্টি নেই। মাঠে ফিরেছেন দুই আম্পায়ার ও খেলোয়াড়রা; চলছে খেলা। বৃষ্টির পর ৩টি উইকেট হারালেও ওপেনার তামিমকে হারাননি পেশোয়ার জালমি।

শেষ খবর পাওয়া পর্যন্ত, ব্যাটিং তাণ্ডব চালিয়ে ৩২ ব্যক্তিগত রান সংগ্রহ করেছেন তামিম ইকবাল। ৩টি চার এবং ১টি ছক্কার সাহায্যে এই রান সংগ্রহ করে তামিম। পেশোয়ার জালমির দলীয় সংগ্রহ ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭১ রান।

এর আগে শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস নামক ভাগ্য পরীক্ষায় জিতেছেন কোয়েটার অধিনায়ক সরফরাজ আহমেদ। তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। তাই টস হেরে আগে ব্যাট করছে সাকিব-তামিমের পেশোয়ার জালমি।

তামিম-হাফিজ দুই ওপেনার ৩ ওভার ৪ মোকাবেলা করলে শারজায় বৃষ্টি হানা দেয়। ফলে ঝড় তোলার মাঝ পথেই ডেসিং রুমে ফিরে যান তামিম-হাফিজ। বৃষ্টি শেষে এখন খেলা চলছে।

পেশোয়ার জালমির একাদশ : ড্যারেন স্যামি (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ হাফিজ, কামরান আকমল, ইয়ন মরগান, সাকিব আল হাসান, শোয়েব মাকসুদ, শহিদ খান আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, হাসান আলি, ও জুনায়েদ খান।

কোয়েটা গ্লাডিয়েটর্সের একাদশ: সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসাদ শফিক, আহমেদ শেহজাদ, কেভিন পিটারসেন, রিলে রুশো, মাহমুদউল্লাহ রিয়াদ, থিসারা পেরেরা, মোহাম্মদ নওয়াজ (৩), আনোয়ার আলি, হাসান খান ও জুলফিকর বাবর।
১৭ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪/ আ শি/এএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে