শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৭, ০৮:৫৯:৪৯

খেলা শুরু ৭ তারিখে: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ৭টি ম্যাচের সূচি ঘোষণা

খেলা শুরু ৭ তারিখে: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ৭টি ম্যাচের সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক: মুশফিকদের প্রায় দেড় মাসের লম্বা শ্রীলংকা সফর শুরু হচ্ছে দুই টেস্টের সিরিজ দিয়েই। শুক্রবারই লংকান বোর্ডের পক্ষ থেকে বিসিবির কাছে পুরো সফরের সূচি দেওয়া হয়েছে।

খেলা শুরু হবে আগামী মাসের ৭ তারিখে গল টেস্ট দিয়ে। তবে বাংলাদেশ দল তাদের ঐতিহাসিক শততম টেস্ট খেলবে কলম্বোর পিসারা ওভাল স্টেডিয়ামে। দুই টেস্ট সিরিজের দ্বিতীয় এই টেস্টটি মাঠে গড়াবে ১৫ মার্চ থেকে।

সফরে দুটি টেস্ট ছাড়াও তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ মার্চ ডাম্বুলায়।

সফরের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি হবে ২৮ মার্চ ডাম্বুলায়। প্রথম দুটি ওয়ানডেই হবে দিবারাত্রির। তবে সিরিজের তৃতীয় ওয়ানডেটি হবে কলম্বোর এসএসসি গ্রাউন্ডে।

সফরটি শেষ হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দুটি টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। ৪ ও ৬ এপ্রিল একই মাঠে গড়াবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। ২৭ ফেব্রুয়ারি লম্বা এই সফরের উদ্দেশে রওনা দেবেন মুশফিকরা। তার আগে ২৩ ফেব্রুয়ারি থেকে মিরপুরে ক্যাম্পে অনুশীলন করবেন তারা।
১৭ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে