বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৭, ০৪:৪৫:২৫

যে কারণে নিউইয়র্কে বাংলাদেশি জাকির খান খুন

যে কারণে নিউইয়র্কে বাংলাদেশি জাকির খান খুন

প্রবাস ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি আবাসন ব্যবসায়ী জাকির খানকে (৪৪) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে এ ঘটনা ঘটে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

নিউইয়র্ক ডেইলি নিউজে এ খবর জানিয়ে বলা হয়, জাকির নিহতের ঘটনায় অভিযুক্ত তার বাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, বাড়িভাড়া নিয়ে জাকিরের সঙ্গে মালিকের বছর খানেক ধরে বিরোধ চলছিল। হয়ত এই কারণেই জাকির খান হয়েছে বলে স্থানীয়দের দাবি।

সিলেটের ফেঞ্চুগঞ্জের জন্ম নেওয়া জাকির খান ব্রঙ্কসের পার্কচেস্টার রিয়েল এস্টেট কোম্পানি নামে একটি ব্রোকার প্রতিষ্ঠান চালাতেন। নিহত জাকিরের স্ত্রী ও তিন সন্তান রয়েছে।

জাকিরের পারিবারিক সূত্র জানায়, কাজ শেষে জাকির তার ভাড়া বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎই তাকে ছুরিকাঘাত করেন বাড়ির মালিক। পরে জাকিরকে উদ্ধার করে স্থানীয় জ্যাকবি হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

২৩ ফেব্রুয়ারী ২০১৭/এমিট নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে