শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৭, ০৯:২১:৩০

সাকিবের ব্যাটিং-বোলিংয়ের কেরামতিতে পেশোয়ারের বড় জয়

সাকিবের ব্যাটিং-বোলিংয়ের কেরামতিতে পেশোয়ারের বড় জয়

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগে অলরাউন্ডর সাকিবের ব্যাটিং-বোলিংয়ের কেরামতিতে লাহোর কালান্দার্সকে ১৭ রানের হারিয়ে জয় পেয়েছে পেশোয়ার জালমি। এই জয়ে প্লে অফের জায়গা অনেকটা পাকা হয়ে গেল তামিম-সাকিবের পেশোয়ারের।

পেশোয়ারের ছুড়ে দেয়া ১৬৭ রানের জবাবে দারুন সূচনা করলেও মাঝ পথে এসে পেশোয়ারের স্পিন আক্রমণে খেই দাঁড়ায় ম্যাককালাম বাহিনী।

প্রথম উইকেটে দ্রুত ৩৮ রান যোগ করলেও পেসার হাসান আলির বলে ৩২ রানে আউট ডেলপোর্ট আউট হয়। এর দুই প্রান্ত থেকে সাকিব আল হাসান ও মোহাম্মাদ হাফিজের স্পিনে নাজেহাল অবস্থা হয় লাহোরের।

ফাকার জামান শুন্য রানে হাফিজের শিকার করে ফিরলেও অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের রান আউটে পিছিয়ে পড়ে লাহোর। পরবর্তীতে সাকিব আল হাসান জড়া আঘাত হেনে ফেরান উমর আকমল ও গত ম্যাচের নায়ক গ্রান্ট ইলিয়টকে।

রেজওয়ানকে দুর্দান্ত ডেলিভারিতে কট বিহাইন্ডের ফাঁদে ফেলেন হাফিজ। মুহূর্তেই মিডেল অর্ডার ধ্বসে পড়ে লাহোরের। সুনিল নারিন ও আমেন ইয়ামিন কিছু রান যোগ করলেও লম্বা ইনিংস খেলতে পারে নি।

জয় তখন পেশোয়ারের সময়ের ব্যাপার মাত্র। কিন্তু সোহেল তানভির ও ইয়াসির শাহ জুটি গড়ে ম্যাচটি শেষ ওভারে নিয়ে যায়। যদিও শেষ পর্যন্ত ১৭ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় লাহোরকে।

তানভির ২৯ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন। পেশোয়ারের হয়ে সাকিব আল হাসান ও মোহাম্মাদ হাফিজ দুইটি করে উইকেট শিকার করেন।

এর আগে প্রথমে ব্যাট করে ওপেনার কামরাম আকমলের ৫৮ রানের ইনিংসের পর শেষের দিকে সাকিব আল হাসানের ৩০ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ছয় উইকেটে ১৬৬ রান করে পেশোয়ার।

লাহোর কালান্দার্সের হয়ে লেগ স্পিনার ইয়াসির শাহ দুইটি ও নারিন-সোহেল-ইয়ামিন একটি করে উইকেট শিকার করেন। ব্যাট হাতে ৩০ রান ও বোলিংয়ে দুই উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান।
২৪ ফেব্রুয়ারী ২০১৭/ এমটি নিউজ২৪ ডটকম/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে