শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৭, ০৯:০৭:৫০

ভারতের মাটিতে ৪৫০২ দিন পর জিতলো অস্ট্রেলিয়া

ভারতের মাটিতে ৪৫০২ দিন পর জিতলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: পুনে টেস্টে অস্ট্রেলিয়ার জয়ের পরই পরিসংখ্যান ঘাঁটাঘাটি শুরু। সর্বশেষ কবে ভারতের মাটিতে টেস্ট জিতেছিল অস্ট্রেলিয়া! ভারতের মাটিতে বিদেশি দলগুলোর টেস্ট খেলতে আসা মানেই নিশ্চিত পরাজয়। শুধু পরাজয় বললেই যেন ভুল হবে, ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে দিশেহারা হয়ে বিধ্বস্ত হওয়ার মত অবস্থা। সেখানে জয় তো স্বপ্নেও কল্পনা করা যায় না।

ভারতের মাটিতে সর্বশেষ টেস্ট জিতেছিল ইংল্যান্ড। ২০১২ সালের ডিসেম্বরে, কলকাতার ইডেন গার্ডেনে। ওই টেস্টের পর গত পাঁচ বছর ২০ টেস্ট অপরাজিত থাকলো তারা। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ড- কেউ জিততে তো পারলোই না, বরং উল্টো বিধ্বস্ত হয়ে গেছে একের পর এক।

অস্ট্রেলিয়ানদের তথৈবচ অবস্থা দেখলে গিলক্রিস্ট, ল্যাঙ্গার, লেম্যান, হেইডেন, শেন ওয়ার্ন, রিকি পন্টিং, মাইকেল ক্লার্ক, গ্লেন ম্যাকগ্রা কিংবা জ্যাসন গিলেস্পিদের স্মৃতিই মনের কোনে ভেসে ওঠে বার বার। অস্ট্রেলিয়ার সেই দলটিই সর্বশেষ ভারতকে হারিয়ে যেতে পেরেছিল। ২০০৪ সালে। চার ম্যাচের সিরিজও জিতেছিল অসিরা ২-১ ব্যবধানে। একটি টেস্ট হয়েছিল ড্র।

সেবার ব্যাঙ্গালুরুতে প্রথম টেস্ট অনুষ্ঠিত হয়েছিল। ভারতের অধিনায়ক রাহুল দ্রাবিড়। অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং। তবে অস্ট্রেলিয়ার হয়ে প্রথম তিন ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। আর ভারতকে প্রথম দুই ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। প্রথম ম্যাচেই ভারতকে ২১৭ রানে পরাজিত করেছিল অস্ট্রেলিয়া।

দ্বিতীয় ম্যাচটি ড্র করে ভারত। তৃতীয় ম্যাচে এসে আবার হেরে বসে ভারতীয়রা। গিলেস্পি, ম্যাকগ্রা এবং শেন ওয়ার্নদের বোলিং তোপের মুখে ৩৪২ রানে পরাজয় মানতে বাধ্য হয় রাহুল দ্রাবিড়-সৌরভ গাঙ্গুলি এবং শচীন টেন্ডুলকাররা। তবে শেষ ম্যাচে এসে মুম্বাইতে হরভজন সিং, অনিল কুম্বলে, মুরালি কার্তিকদের ঘূর্ণির কাছে ১৩ রানে হেরে যায় অস্ট্রেলিয়া।

২০০৪ সালের ২৯ অক্টোবর এসে নাগপুরে যে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া, এরপর গত প্রায় ১৩ বছরে ভারতের মাটিতে আর কোনো জয়ের দেখা পায়নি অসিরা। দিনের হিসেবে ৪ হাজার ৫০২ দিন জয়হীন থাকতে হয়েছে রিকি পন্টিং এবং মাইকেল ক্লার্কদের। এর মধ্যে ভারতের মাটিতে ১১টি টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। এরমধ্যে ৭টি টেস্ট হেরেছে তারা এবং বাকি চারটিতে করেছে ড্র। শেষ পর্যন্ত স্টিভেন স্মিথের হাত ধরে এসে আবারও জয়ের দেখা পেলো অস্ট্রেলিয়া।

তবে অস্ট্রেলিয়া এই জয়ের আগে এশিয়ার মাটিতে টানা ৯টি টেস্ট হেরেছে। এর মধ্যে চারটি ভারতের মাটিতে, ২টি আরব আমিরাতে পাকিস্তানের কাছে এবং তিনটি হেরেছে শ্রীলংকার কাছে।-জাগো নিউজ
২৫ ফেব্রুয়ারী ২০১৭/ এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/প্রতিনিধি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে