শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৭, ১০:০৫:১৪

সেই ‘ট্রফি’ হাতে পেলেন মুস্তাফিজ

সেই ‘ট্রফি’ হাতে পেলেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ থেকে এবার ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কার পেয়েছেন দুই ক্রিকেটার। মেহেদী হাসান মিরাজ পেয়েছেন ২০১৬ সালের বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটারের পুরস্কার। আর মুস্তাফিজুর রহমান পেয়েছেন ২০১৬ সালের সেরা টি-টোয়েন্টি বোলারের পুরস্কার।

গতকাল সন্ধ্যায় ঘোষণা করা হয় পুরস্কারপ্রাপ্তদের নাম। আর শনিবার ট্রফি হাতে পেয়েছেন মুস্তাফিজুর রহমান। এদিন বিকেলে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুস্তাফিজের হাতে ট্রফি তুলে দেন ইএসপিএন ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইশাম।

গত বছরের ২৬ মার্চ কলকাতার ইডেন গার্ডেনে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি উইকেট নেন মুস্তাফিজুর রহমান। চার ওভার বল করে তিনি ২২ রান দেন।

মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে নিউজিল্যান্ডকে ১৪৫ রানে বেঁধে ফেলেছিল বাংলাদেশ। কিন্তু পরে ব্যাটিং ব্যর্থতার কারণে ম্যাচটিতে ৭৫ রানে হেরে যায় বাংলাদেশ।

গতবছরের শুরুর দিকটা ভালো গেলেও শেষের দিকটা ভালো যায়নি মুস্তাফিজের। ইনজুরির কারণে তিনি দীর্ঘদিন দলের বাইরে ছিলেন। গত ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের মাধ্যমে ক্রিকেটে ফিরেছেন মুস্তাফিজ।
২৫ ফেব্রুয়ারী ২০১৭/ এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/প্রতিনিধি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে