শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৭, ১০:২৪:৫৭

তুষার ইমরান ও ছক্কা নাঈমের দিকে বিসিবির চোখ

তুষার ইমরান ও ছক্কা নাঈমের দিকে বিসিবির চোখ

স্পোর্টস ডেস্ক: ভারত সফর শেষে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার খেলেছেন বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডে। তাতে জমজমাটই হয়েছিল সবশেষ রাউন্ডটি। রোববার থেকে শুরু হতে যাওয়া বিসিএলের পঞ্চম রাউন্ডে থাকছেন না জাতীয় দল তারকারা। তারা এখন ব্যস্ত শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি নিয়ে।

পঞ্চম রাউন্ড শেষ হলেই বোঝা যাবে শিরোপা জয়ের পথে কারা এগিয়ে থাকছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি উত্তরাঞ্চল মুখোমুখি হবে ওয়ালটন মধ্যাঞ্চলের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের প্রতিপক্ষ ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। দুটি ম্যাচই শুরু হবে সকাল সাড়ে নয়টায়।

ম্যাচের ফল তো আছেই, এই রাউন্ডে চোখ থাকবে লিগের সেরা দুই পারফর্মার তুষার ইমরান ও নাঈম ইসলামের দিকেও। সবশেষ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন দক্ষিণাঞ্চলের ব্যাটসম্যান তুষার। খেলেছেন ২২০ রানের ইনিংস। উত্তরাঞ্চলের নাঈম ছিলেন ১২৯ রানে অপরাজিত। তার আগের ম্যাচেও করেছিলেন সেঞ্চুরি।

চার রাউন্ড শেষে তুষারের রান ৪৫৪। নাঈমের ৪২৫। সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার লড়াইয়ে তাদের ধারে কাছে নেই আর কেউ। তৃতীয় সর্বোচ্চ, ২৯১ রান উত্তরাঞ্চলের আরেক ক্রিকেটার জুনায়েদ সিদ্দিকীর।

বিসিএলের পঞ্চম রাউন্ড দলগুলোর জন্য এগিয়ে যাওয়ার লড়াই। চার রাউন্ড শেষে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে উত্তরাঞ্চল। সমান পয়েন্ট নিয়ে তাদের পরই দক্ষিণাঞ্চল। সমান ম্যাচে একটি জয় ও তিনটি করে ড্র রয়েছে দুই দলের। অপর দুই দল মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলের পয়েন্ট সমান ৯। একটি জয়, দুটি হার ও একটি করে ম্যাচ ড্র করেছে তারা।
২৫ ফেব্রুয়ারী ২০১৭/ এমটি নিউজ২৪ ডটকম/ আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে