শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৭, ১১:০০:১০

শুরু হলো আরেকটি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট

শুরু হলো আরেকটি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক: দেশের মাটিতে শুরু হলো আরেকটি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আসর। দেশের শীর্ষ স্থানীয় ৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আজ শুরু হয়েছে ডিআইইউ আন্তঃবিশ্ববিদ্যালয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।

আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর ড. মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মো. মঞ্জুরুল ইসলাম।

উদ্বোধনী খেলায় স্বাগতিক ড্যাফোডিল ৯ উইকেটে ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে পরাজিত করেছে। টস জিতে প্রথমে ব্যাট করে ব্র্যাক বিশ্ববিদ্যালয় সবকটি উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে। জবাবে ১২.১ ওভারে এক উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করে ড্যাফোডিল। বিজয়ী দলের সৈকত ৩.৪ ওভার বলে করে ১২ রানের বিনিময়ে ৫টি উইউটে লাভ করে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি, ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকেনোলজি, গ্রীন ইউনিভার্সিটি, দ্য ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স্কলারস্, জহুরুল ইসলাম মেডিকেল কলেজ, পপুলার মেডিকেল কলেজ ও স্বাগতিক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
২৫ ফেব্রুয়ারী ২০১৭/ এমটি নিউজ২৪ ডটকম/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে