বুধবার, ২২ মার্চ, ২০১৭, ১১:০৫:০১

আমরা চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম বানিয়েছি: আকরাম খান

আমরা চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম বানিয়েছি: আকরাম খান

স্পোর্টস ডেস্ক: ইমার্জিং কাপে চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম বানিয়েছে বাংলাদেশ এমন মন্তব্য করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

২৭ মার্চ কক্সবাজারে শুরু হচ্ছে ইমার্জিং এশিয়া কাপ। আট দেশের এই আসরে টেস্ট প্লেয়িং চার দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার চারজন করে জাতীয় দলের খেলোয়াড় খেলবেন। বাকি ক্রিকেটাররা অনূর্ধ্ব-২৩ পর্যায়ের। আফগানিস্তান, মালয়েশিয়া, নেপাল, হংকংয়ের খেলবে জাতীয় দল।

ইমার্জিং এশিয়া কাপে শক্তিশালী দল গড়েছে স্বাগতিক বাংলাদেশ। জাতীয় দলে খেলেছেন এমন চার ক্রিকেটার হলেন মুমিনুল হক, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন ও আবুল হাসান রাজু। জাতীয় দলে খেলেছেন এমন আরও তিন ক্রিকেটার আছেন ১৫ সদস্যের দলে যাদের বয়স ২৩ পেরোয়নি। এরা হলেন মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার রনি, নাজমুল হোসেন শান্ত। সাইফউদ্দিন, সাইফ, আফিফরা তো আছেনই। আছেন আজমীর আহমেদের মতো উদীয়মান ক্রিকেটারও।

ইমার্জিং কাপের ট্রফি ঘরে রেখে দিতেই এমন দল গড়া হয়েছে বলে জানালেন আকরাম খান। বুধবার বিসিবি কার্যালয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা আমাদের সেরা দলটা বানিয়েছি। আমরা চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম বানিয়েছি। যেহেতু আমাদের দেশে খেলা এবং কন্ডিশনটা আমাদের পক্ষে থাকবে। যারা জাতীয় দলে খেলতে পারছে না এটা তাদের জন্য ভালো একটা সুযোগ। ওরা যদি এটাকে ভালোভাবে কাজে লাগাতে পারে ওদেরই ভালো হবে। সাথে সাথে বাংলাদেশ যদি ইমার্জিং কাপে ভালো করতে পারে সেটা দেশের জন্য অনেক বড় একটা ব্যাপার হবে।’

জাতীয় দলের স্পিন কোচ নিয়োগের ব্যাপারে আকরাম বলেন, ‘আমাদের স্পিন কোচ প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। ভারত টেস্ট চলাকালীন বলেছিলাম সুনিল যোশির কথা। কিন্তু ও ছুটি না পাওয়ায় যেতে পারেনি। আমরা চেয়েছিলাম শ্রীলঙ্কা সফরেই একজন স্পিন কোচ থাকুক। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই স্পিন কোচ নেয়ার একটা সম্ভাবনা আছে।’

স্পিন কোচ হিসেবে ভারতীয় সাবেক স্পিনার সুনিল যোশিকে নিয়োগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিল বিসিবি। তবে এখন জানা যাচ্ছে তিনিও নিশ্চিত নন। আকরাম খান তেমন ইঙ্গিতই দিলেন, ‘আমরা দুই-তিনটা নাম রেখেছি। বসে এটা সিদ্ধান্ত নেবো। যে ভালো হবে তাকেই আমরা নেয়ার চেষ্টা করবো। আমরা বসে দেখবো কে ভালো। পরে তাকে আমরা নেয়ার চেষ্টা করবো।’-চ্যালেন আই
২২ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে