বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭, ০৯:৫৩:০০

‘মাশরাফি-তাসকিনদের’ উপর চরমভাবে ক্ষেপেছেন কোচ হাতুরুসিংহে

‘মাশরাফি-তাসকিনদের’ উপর চরমভাবে ক্ষেপেছেন কোচ হাতুরুসিংহে

স্পোর্টস ডেস্ক: চরমভাবে ক্ষেপেছেন কোচ চন্দিকা হাতুরুসিংহে। ওয়ানডে সিরিজের আগে টাইগারদের এক মাত্র প্রস্তুতি ম্যাচ শেষে কোচ হাথুরুসিংহের চেহারাই বলে দিচ্ছিল শিষ্যদের বোলিং নিয়ে কতটা হতাশ তিনি। সফরকারী কোনো বোলারকেই পাত্তা না দিয়ে একমাত্র প্রস্তুতি ম্যাচটিতে রানের পাহাড় গড়ে লঙ্কানরা।

প্রস্তুতি ম্যাচে দলের বোলিং নিয়ে হতাশ কোচ ।‘মাশরাফি-তাসকিনদের’ উপর চরমভাবে ক্ষেপেছেন। এদিন টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩৫৪ রান করে বোর্ড সভাপতি একাদশ। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সভাপতি একাদশের ইনিংস শেষ হওয়া মাত্রই কলম্বো ক্রিকেট ক্লাব মাঠের ক্লাব হাউসে হঠাৎ উপস্থিত হলেন বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

ক্লাব হাউসে ঢুকেই সোজা স্কোরারের সঙ্গে কথা বললেন। চিন্তিত কোচ স্কোরারের কাছ থেকে জানতে চাইলেন, তাসকিন আহমেদদের বোলিং ফিগার। সেটা জেনে সন্তুষ্ট হতে পারলেন না তিনি।

প্রস্তুতি ম্যাচে বোলিংয়ে গোড়াপত্তন করেন অধিনায়ক মাশরাফি। অপর প্রান্তে ছিলেন তাসকিন আহমেদ। এ দুইজন মিলে প্রথম স্পেলে ৭ ওভার বোলিং করেছেন। ওই স্পেলে তাসকিন বেশকিছু শর্ট বল দিয়েছিলেন। ৩ ওভারে তাসকিন আহমেদ খরচ করেছেন ২৭ রান। তার করা শর্ট বলগুলোকে অনায়াসে খেলেছেন লঙ্কান ওপেনাররা।

এমনকি প্রথম ওভারের পঞ্চম বলে তাসকিনকে হজম করতে হয়েছে বিশাল এক ছক্কা। লেগ স্ট্যাম্পের উপরের শর্ট বলে এক পা এগিয়ে এসে মিড উইকেট দিয়ে বিশাল ছয় মারেন দিলশান মুনাবিরা। পরের বলে কাট করে থার্ডম্যান অঞ্চল দিয়ে আবারও চার। সবমিলিয়ে ৬ ওভার বোলিং করে ৫১ রান খরচ করে একটি উইকেট নিয়েছেন এ পেসার।

এদিকে ইনজুরি থেকে ফিরে এসে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেললেন মাশরাফি। প্রথমটি খেলেছিলেন বাংলাদেশে। তবে কলম্বোয় শুরুটা ভালো হয়নি নড়াইল এক্সপ্রেসেরও। সবমিলিয়ে ৯ ওভার বোলিং করেছেন। তাতে ৬৬ রান খরচায় নিয়েছেন একটি উইকেট। ওয়ানডে স্কোয়াডে থাকা অপর পেসার রুবেল হোসেন ৮ ওভার বোলিং করে রান দিয়েছেন ৬৭টি। তাতে কোনো উইকেট পকেটে পুরতে পারেননি।

প্রস্তুতি ম্যাচে টাইগাররা আট বোলার ব্যবহার করলেও স্বাগতিক ব্যাটসম্যানদের কিছুটা সমীহ আদায় করতে সমর্থ হন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। ৬ ওভার বোলিং করে ২৭ রান দিয়ে একটি উইকেটও পেয়েছেন এ স্পিনার। প্রস্তুতি ম্যাচে পারফরম্যান্স দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে সুযোগ পাওয়া এ ক্রিকেটার কলম্বোয় নিজের অভিষেকের দাবিকে আবারও জোরালো করলেন।

প্রস্তুতি ম্যাচে বোলিংয়ে পুরোপুরি হতাশ করেন শুভাগত হোম। আট বোলারের মধ্যে একমাত্র তিনিই বল করেছেন ১০ ওভার। শুভাগতর বলে ছিল না কোনো টার্ন। মোট ৫৯ রান খরচ করে উইকেটশূন্য ছিলেন এ স্পিনার। আর কেবল প্রস্তুতি ম্যাচের জন্য শ্রীলঙ্কায় উড়িয়ে আনা দুই পেসার আবুল হাসান রাজু ও মোহাম্মদ সাইফুদ্দিন অবশ্য মন্দ করেননি। রান দিলেও প্রত্যেকেই পেয়েছেন একটি করে উইকেট। রাজু ৫ ওভারে দিয়েছেন ৩৫ রান। আর সাইফুদ্দিন ৪ ওভার বলে হাত ঘুরিয়ে দিয়েছেন ২৬ রান।

টেস্ট সিরিজ শেষে দলে ছিলেন না মেহেদী হাসান মিরাজ। তাকে সীমিত ওভারের এই সিরিজে বিবেচনায় নেননি জাতীয় দলের নির্বাচকরা। এছাড়া ছিলেন না দলের বোলিং বিভাগের দুই গুরুত্বপূর্ণ অস্ত্র সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানও। শুভাশিস রায় সহ তাদের দুই জনকেই বিশ্রাম দেয়া হয়েছিল এই ম্যাচে।
২৩ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে