শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭, ০৩:৩২:৩৭

এবার নিষেধাজ্ঞার মুখে লিওনেল মেসি

 এবার নিষেধাজ্ঞার মুখে লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক: সম্প্রতি সোমবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৪-২ গোলে জয় পায় বার্সেলোনা। ম্যাচের ৮৬ মিনিটে সময় নষ্ট করার অভিযোগ এনে লিওনেল মেসিকে হলুদ কার্ড দেখান রেফারি। তার এই হলুদ কার্ডটি স্প্যানিশ ফুটবল সংস্থার কম্পিটিশন কমিটি সাপ্তাহিক সংক্ষিপ্ত বিবরণীতে অন্তর্ভূক্ত করতে ভুলে যায়।

আসলে এটা ছিল চলতি মৌসুমে লিওনেল মেসির পঞ্চম হলুদ কার্ড। লা লিগার বাইলজ অনুযায়ী কোনো খেলোয়াড় এক মৌসুমে পাঁচটি হলুদ কার্ড পেলে সে এক ম্যাচ নিষিদ্ধ হয়। মেসি এক ম্যাচ নিষিদ্ধ হবেন কী হবেন না সেটি এখনো পরিস্কার নয়।

তবে বিষয়টি পুনঃরায় পরীক্ষা-নিরীক্ষা করে সংক্ষিপ্ত বিবরণীতে যুক্ত করবে কম্পিটিশন কমিটি। সেক্ষেত্রে ৩ এপ্রিল লা লিগায় গ্রানাডার বিপক্ষের ম্যাচটি মিস করতে পারেন আর্জেন্টাইন তারকা।

তবে গ্রানাডার বিপক্ষের ম্যাচে লিওনেল মেসি নিষেধাজ্ঞা খুব একটা প্রভাব ফেলবে না বার্সার উপর। কারণ, গ্রানাডা রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে। রেলিগেশন এড়াতে লড়াই করতে হচ্ছে তাদের। দুর্বল এই দলটির বিপক্ষে লিওনেল মেসি না খেললেও জয় পেতে খুব একটা বেগ পেতে হবে না লুইস এনরিকের শিষ্যদের।
২৪ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে