শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭, ০৫:৫২:১৮

জাতীয় দলে যে কোন পজিশনেই খেলতে প্রস্তুত শাহরিয়ার নাফীস

জাতীয় দলে যে কোন পজিশনেই খেলতে প্রস্তুত শাহরিয়ার নাফীস

স্পোর্টস ডেস্ক: সচরাচর টপ অর্ডারে ব্যাট করতেই অভ্যস্থ শাহরিয়ার নাফীস। কিন্তু জাতীয় দলের টপঅর্ডারের ব্যাটসম্যানরা ফর্মের তুঙ্গে থাকায় সেখানে নাফীসের পক্ষে সুযোগ করে নেয়াটা খুবই কঠিন। তবে নাফীস বলছেন টপঅর্ডারই নয়, তিনি জাতীয় দলে যে কোন পজিশনে খেলতে প্রস্তুত আছেন।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগকে সামনে রেখে বৃহস্পতিবার মিরপুরে একাকি কঠোর অনুশীলন করেন প্রাইম দোলেশ্বরের নির্ভর যোগ্য ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস।

এদিন অনুশীলন শেষে প্রিমিয়ারে নিজের দল নিয়ে বলেন, ‘প্রাইম দোলেশ্বরের গত দুই তিন বছর ধরে রানার্সআপ হয়ে আসছে। আমার বিশ্বাসে এবার তারা চ্যাম্পিয়ন হবে। সেই চিন্তা মাথায় রেখে আমরা ফাইট দিবো। আমাদের দলটাও ভারসাম্যর্পূণ হয়েছে।’

ঘরোয়া লিগে ধারাবাহিক পারফম করা সত্বেও জাতীয় দলে জায়গা হচ্ছেনা নাফীসের। তার দাবী জাতীয় দলের ক্রিকেটাররা নিয়মিত পারফরম কায় এখন সুযোগ পাওয়াটা চ্যালেঞ্জিং হয়ে গেছে। তবে ফর্মে থাকা অবস্থায় জাতীয় দলে সুযোগ না পেলে নিজের ফিটনেস ধরে রাখাটা কঠিন বলছেন নাফীস।

‘ফিটনেস ধরে রাখাটা চ্যালেঞ্জিং। সব চেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজেকে মোটিভেট রাখা। আপনি ফর্মে থাকা সত্যেও যখন জাতীয় দলের বাইরে থাকবেন, সে অবস্থায় নিজেকে ধরে রাখা খুবই কঠিন। তবে একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আমার কাজ হলো, আমি যেই দলের জন্য খেলি সেই দলের জন্য নিজের সর্বোচ্চ দেয়া।’

ঘরোয়া লিগে বিভিন্ন পজিশনে খেলে অভ্যস্ত নাফীস। তার বিশ্বাস জাতীয় দলে সুযোগ পেলে যে কোন পজিশন খেলতে কোন সমস্যা হবে না, ‘ঘরোয়া লিগে যতটুকু অভিজ্ঞতা হয়েছে, তাতে সমস্যা হওয়ার কথা না। আমি যে কোন পজিশনে খেলার জন্য প্রস্তুত আছি। তো আমি যদি রান করতে থাকি তাহলে আমার জন্য সুযোগ করাটা সহজ হবে। এবং ঐ সিসুয়েশনে যে কোন জায়গায় খেলতে প্রস্তুত আছি।’
২৪ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে